HomeSocial News'Micro Containment Zone' returns to Bengal to prevent covid infection | Learn...

‘Micro Containment Zone’ returns to Bengal to prevent covid infection | Learn more |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Micro containment zones to be back in Bengal to check Covid-19 spread



Micro containment zone: Covid-19-র First wave তে অনেকেই পরিচিত হয়েছিলেন Containment Zone সম্পর্কে। তবে ধীরে ধীরে সেই Zone গুলিকে তুলে দেওয়া হয়। এবার ফের Micro Containment Zone করার দিকে এগোচ্ছে State Government। ইতিমধ্যেই List তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, Kolkata সহ রাজ্যের বিভিন্ন District এই ধরণের কনটেইনমেন্ট জোন করার ব্যাপারে List তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে Public transport, Office, market খোলার ক্ষেত্রে আগামী 30th June পর্যন্ত নানা বিধিনিষেধ লাগু রয়েছে।

Read More: Anganwadi Recruitment 2021: Great news for 10th class pass and graduates | Learn More |

Google News View Now

এবার মূলত Urban areas গুলিতে সংক্রমণ কমানোটাই Government-র কাছে বড় Challenge।

প্রশাসন সূত্রে খবর, Hawrah-তে আপাতত 18 টি কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।

Calcutta and North 24 Parganas-র জন্য Different কনটেইনমেন্ট জোনের List তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে কতগুলি Active Case গত কয়েকদিনে রয়েছে তার উপর সবটাই নির্ভর করছে ।

শুধু North 24 Pargana তেই এই ধরণের 15 টি জোন হতে পারে বলে জানা গেছে |

Read More: Instagram Bug: Indian hacker gets Rs 22 lakh prize from Facebook Caught a mistake on Instagram

এই ধরণের কনটেইমেন্ট জোন Calcutta Corporation Area তে শীঘ্রই ঘোষণা করা হবে।

May 2020 সালে Kolkata শহরে 300 টি কনটেইনমেন্ট জোন ছিল।

তবে June 2020 মাসে সেই কনটেইনমেন্ট জোন বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 1000 টি।

এক Government official-র দাবি, একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে Covid Positive কোনও ব্যক্তি Home Isolation এ রয়েছেন। কিন্তু তাঁর Family-র সদস্যরা বাজারে যাচ্ছেন। এই প্রবণতা আটকানো যাবে কনটেইনমেন্ট জোন ঘোষণা হলে ।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular