HomeGovt Schemesএবার ১০ টাকায় বুক করুন LPG (GAS Cylinder ) সিলিন্ডার

এবার ১০ টাকায় বুক করুন LPG (GAS Cylinder ) সিলিন্ডার

এবার ১০ টাকায় বুক করুন LPG (GAS Cylinder ) সিলিন্ডার

GAS Cylinder Booking : ভারতের রাজধানী দিল্লি ( Delhi) শহরে জুন ২০২১ সালের নিয়ম অনুযায়ী, ১৪.২ কিলোগ্রাম LPG সিলিনন্ডারের দাম ৮০৯ টাকা। কিন্তু ঘরে বসে সেই সিলিন্ডারই পাওয়া যেতে পারে মাত্র ১০ টাকায় । অর্থাৎ মোট সাশ্রয় ৮০০ টাকা। শুনতে অবাক লাগলেও পেটিএম ইন্ডিয়া ( Paytm India) নিজের গ্রাহকদের জন্য এনেছে এমনই ক্যাশব্যাক ( Cashback) এর সুযোগ।

MORE: গুঁড়ো দুধ ও তরল দুধের ইতিহাস কি?

Paytm India এর তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, এবার থেকে তাদের আ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্যাস বুক করতে গেলেই পাওয়া যাবে ৮০০ টাকার একটি ক্যাশব্যাক।  যে ক্যাশব্যাক ব্যবহার করলেই একটা ১৪.২ কেজির LPG সিলিন্ডার পাওয়া যাবে, ১০ টাকারও কমে।

মুখ্যত ভারত গ্যাস ( Bharat Gas), এইচপি ( HP) ও ইন্ডেন (Indane) এই তিন কোম্পানির LPG প্রস্তুতকারক সংস্থার ক্ষেত্রে এই সুযোগ রয়েছে। এই তিন সংস্থার গ্রাহকেরা, Paytm এর মাধ্যমে গ্যাস বুক করার ক্ষেত্রে ওই ক্যাশব্যাকটি পেতে পারেন।

কীভাবে বুক করবেন LPG সিলিন্ডার (How to book LPG cylinder? )?

  • প্রথমে মোবাইলে Paytm আ্যাপ্লিকেশন খুলতে হবে।
  • আ্যাপ্লিকেশনের বামদিকে Recharge and Pay Bills অপশনে ক্লিক করতে হবে।
  • উক্ত অপশনে অন্য নানা বিকল্পের সঙ্গে LPG সিলিন্ডার বুক করার একটি নির্দিষ্ট জায়গা থাকবে। সেই জায়গায় ক্লিক করতে হবে।
  • আপনাকে গ্যাস সরবরাহকারীর নাম এখানে নথিভুক্ত করতে হবে। অর্থাৎ আপনার গ্যাস যদি HP সরবরাহ করে থাকে তবে HP, নচেৎ অন্য সরবরাহকারীদের নাম দিতে হবে।
  • সরবরাহকারীর নাম নথিভুক্ত করার পরে , এজেন্সিতে আগে থেকে দিয়ে রাখা মোবাইল নম্বর অথবা নিজের LPG আইডি প্রদান করতে হবে।
  • বিশদে সমস্ত তথ্য নথিভুক্ত করার পরে, ওই গ্যাস সরবরাহকারীর তরফ থেকে গ্যাসের জন্য নির্ধারিত দাম দেখতে পাওয়া যাবে।

কীভাবে জোগাড় করবেন ক্যাশব্যাক (How to get Paytm cashback?)?

Paytm আ্যপ্লিকেশনের Recharge and Pay Bills অপশনে ক্লিক করতে হবে প্রথমে। এরপর সেই অপশন থেকে গ্যাস বুক করার জন্য গ্যাস সংক্রান্ত যাবতীয় নথিপত্র প্রদানের পর, First LPG লেখা একটি কোড দিতে হবে। এই কোড দেওয়ার পরেই পাওয়া যাবে ওই ক্যাশব্যাক। তবে একথা উল্লেখযোগ্য, এই ক্যাশব্যাক কেবলমাত্র পাওয়া যাবে জুন মাসের ৩০ তারিখ অবধি। ৩০শে জুনের পর আর এই ক্যাশব্যাকের কোনও ভূমিকা থাকবে না। ক্যাশব্যাক দিতে ভুলে গেলে মিলবে না সাশ্রয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular