HomeGovt SchemesJio Phone is now completely free! With one year recharge is also...

Jio Phone is now completely free! With one year recharge is also free

JioPhone Free: জিওফোন যাঁরা কিনবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যেই পেয়ে যেতে পারেন এই 4G ফিচার ফোন। তবে, তার জন্য ইউজারদের 1,499 টাকার JioPhone প্ল্যানটি রিচার্জ করতে হবে। এই অফার সম্পর্কে আরও খুঁটিনাটি তথ্য জেনে নিন।

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Jio Phone Free এবার সম্পূর্ণ বিনামূল্যে! সঙ্গে এক বছরের রিচার্জও ফ্রি

Jio Phone Free : Reliance Jio এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় টেলিকম সংস্থা। কয়েক বছর আগেই দেশের 3G ইউজারদের 4G-তে কনভার্ট করানোর অনবদ্য প্রয়াস নিয়েছিল মুকেশ আম্বানির এই টেলিকম সংস্থা। এবার ফিচার ফোন ইউজারদের জন্য JioPhone 2021 অফার নিয়ে এল কোম্পানি।

সংস্থার তরফে জানানো হয়েছে যে, JioPhone সাবস্ক্রাইবারদের জন্যই মাত্র 1,999 টাকার এই ফিচার ফোনটিই এবার 1,499 টাকায় দেওয়া হবে ইউজারদের। আসুন, JioPhone 2021 Offers সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

JioPhone 1,499 টাকার প্ল্যান – এই 1499 টাকার JioPhone প্ল্যানে ইউজারদের এক বছরের জন্য আনলিমিটেড সার্ভিস অফার করা হচ্ছে। অর্থাৎ এই JioPhone-এর সঙ্গেই আপনি পেয়ে যাবেন দেশের যে কোনও প্রান্তে বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতি মাসে 2GB হাই-স্পিড ডেটা। অর্থাৎ সব মিলিয়ে এক বছরে আপনি পেয়ে যাবেন 24GB ডেটা।

More: Google-Jio Affordable Smartphone: Google-Jio is bringing cheap smartphones to India

Google News View Now

এই প্ল্যান শুধু মাত্র নতুন ইউজারদের জন্য এবং এর ভ্যালিডিটি 365 দিন বা এক বছর। এমনিতে প্ল্যানটির জন্যই খরচ পড়ে 1,499 টাকা। তার সঙ্গে আর নতুন কাস্টোমারদের কাছে JioPhone-এর দাম নেবে না কোম্পানি। অর্থাৎ, 1499 টাকার প্ল্যান রিচার্জ করলে সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যাবেন JioPhone।

এছাড়াও, এই প্ল্যান যাঁরা রিচার্জ করবেন, তাঁরা সমস্ত Jio Apps বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন। পাশাপাশিই আবার মনে রাখতে হবে, ফিচার ফোন হলেও JioPhone-এ ইউজারেরা Facebook, YouTube এবং WhatsApp-ও ব্যবহার করতে পারবেন।

এছাড়াও কোম্পানির ঝুলিতে রয়েছে 1,999 টাকার একটি প্ল্যান। এই প্ল্যানে আনলিমটেড ভয়েস কলিংয়ের সঙ্গেই 2 বছরের জন্য সমস্ত ফ্রি সার্ভিস অফার করা হয়। তালিকায় রয়েছে বিপুল পরিমাণ ডেটা ও সমস্ত Jio অ্যাপস ব্যবহারের সুবিধা। তবে, আপনি যদি ইতিমধ্যেই JioPhone-এর গ্রাহক হন, তাহলেও সমস্ত আনলিমিটেড সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবেন।

JioPhone ফিচার্স – জিওফোন লঞ্চ করা হয়েছিল খুবই কমপ্যাক্ট ডিজাইনের সঙ্গে।

এই ফোনে একটি 2.4 ইঞ্চির QVGA ডিসপ্লে রয়েছে। ফোনটির 1500mAh ব্যাটারি 9 ঘণ্টা পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে। ফোনে রয়েছে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার সাহায্যে ফোনের স্টোরেজ 128GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ইউজারেরা। এছাড়াও JioPhone-এ হেডফোন জ্যাক, মাইক্রোফোন এবং স্পিকার্সও দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular