HomeGovt SchemesIndian Bank Net Banking: What if you send money to the...

Indian Bank Net Banking: What if you send money to the wrong account? Learn more |

What if you transfer money to the wrong bank account?



Indian Bank Net Banking: Covid Situation-র কারণে Online Banking-র ব্যবহার অনেক বেড়েছে। বাড়িতে বসেই Money Transaction করছেন অনেকেই। এটি সুবিধাজনক, তবে কিছু ভুল হওয়ার সম্ভাবনাও রয়েছে। অনেক হয় যে, ভুল করে অন্য কোনও ব্যক্তির Bank Account এ টাকা Transfer হয়ে গিয়েছে।

তাড়াহুড়ো করে Account Number লিখতে গিয়ে অনেক সময় ভুল হয়। আর তাতেই টাকা Unknown Person-র অ্যাকাউন্টে পৌঁছে যায়।

Read More: Third Eye For Smartphone Zombies: “Third Eye” to avoid the danger of using a smartphone on the street

Indian Bank Net Banking: Let us know what to do in that case:

আপনি যদি ভুলবশত Unknown Person-র অ্যাকাউন্টে Money Transfer করে ফেলেন |

সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে Phone or Email করে সে বিষয়ে আপনার Bank-কে জানাতে হবে |

Read More: The launch of POCO F3 GT in India has been confirmed, with powerful features for gamers

আপনার তথ্যের ভিত্তিতে, Bank সেই Person-র Bank-কে জানাবে | Bank সেই ব্যক্তির কাছে ভুলভাবে Transfer হওয়া টাকা ফেরতের Permission চাইবে।

 এ বিষয়ে RBI-র নির্দেশিকা আছে। সেই অনুযায়ী, যদি ভুল করে অন্যের অ্যাকাউন্টে Money Transfer হয়, তবে Bank-কে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে।

Read More: Windows 11: Microsoft will launch this month, 24th June

Bank-কে Wrong Account থেকে সঠিক অ্যাকাউন্টে টাকা Return দেওয়ার ব্যবস্থা করতে হবে।

যদি যাঁর অ্যাকাউন্টে টাকা গিয়েছে, সেই ব্যক্তি সম্মত হন |

Read More: Microsoft Windows: Why Windows is called ‘Windows’

তবে 7 Working Days-র মধ্যে আপনার অ্যাকাউন্টে এই টাকা Return দেওয়া হবে।

ভুলক্রমে যাঁর অ্যাকাউন্টে Money Transfer হয়েছে, যদি তিনি তা ফিরিয়ে দিতে অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও করা যেতে পারে।

 Here are the things to keep in mind when transferring money online:

Account Number এ একটা ভুল করলেই অনেক ঝামেলা। আপনি যখনই টাকা Transfer করবেন, বারবার Details মিলিয়ে নিন।

বড় অঙ্কের টাকা হলে ,অল্প পরিমাণে করে বারে বারে টাকা ট্রান্সফার করুন।

First Time পাঠানোর পর যাচাই করে নিন টাকা সঠিক অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular