HomeGovt SchemesDRDO Apprentice Recruitment 2021: Apply For of Various Posts, 79 Vacancies |

DRDO Apprentice Recruitment 2021: Apply For of Various Posts, 79 Vacancies |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

ITI Latest Apprentice Recruitment, Learn Details |



DRDO Apprentice Recruitment 2021: Defense Laboratory Jodhpur, Defense Research and Development Organization (DRDO) দারুণ সুযোগ : নিয়ে এসেছে।

2021-22 বর্ষের জন্য় DRDO Apprentice Recruitment বা শিক্ষানবিশ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

Recruitment Process শুরু করার Notice ও জারি করেছে।

Google News View Now

Read More: GTU Recruitment 2021: Gujarat Technological University Teaching and Non-Teaching Post Recruitment |

এই পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা DRDO-র Official Website (drdo.gov.in)-এ গিয়ে Application Submit করতে পারবেন।

DRDO Apprentice Recruitment 2021: Vacancy

এই পদে Apprentice হিসেবে মোট ৭ জনকে Recruit করা হবে।

How to apply?

 প্রার্থীদের প্রথমে https://apprenticeshipindia.org-এ নিজেদের নাম Register করতে হবে। তার পর Appropriate documents and certificates এবং একটি আবেদন পত্র Scan করে [email protected] E-mail করতে হবে এই ঠিকানায় |

Important date:

প্রথম যে দিন DRDO Authority নিয়োগের Notice জারি করেছে সেই দিন থেকে 15 Days ধার্য করা হয়েছে।

The selection process:

প্রথমত, প্রার্থী বাছাই করা হবে যোগ্যতার বিচার করে। এক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে অর্জিত Number কে প্রাধান্য দেওয়া হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের Offer Letter-র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Read More: RRB RRC Railway Group D: To complete the recruitment process, CAT sought information from the Railways

Monthly stipend:

যে প্রার্থীরা B.Tech Computer Science এবং B.Sc- PCM-তে qualify হয়েছেন তাঁদের stipend 9,000 টাকা। Diploma in Electrical Engineering and Diploma in Mechanical Engineering করা যোগ্য প্রার্থীদের stipend 8,000 টাকা ধার্য করা হয়েছে।

Read More: Indian Army Recruitment 2021: Recruitment of 100 Vacant Women Candidates Learn more |

It is good to know these:

এই পদে Application করতে পারবেন, যাঁরা কেবলমাত্র 2018, 2019, 2020 সালের পরীক্ষায় Qualify হয়েছেন। 2018 আগে যাঁরা উত্তীর্ণ হয়েছেন তাঁরা এই পদের জন্য যোগ্য নন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল Postgraduate candidates i.e. post-graduate candidates-রা এই পদের জন্য যোগ্য নন। আরও তথ্যের জন্য, https://www.drdo.gov.in এ যেতে বলা হয়েছে। এছাড়াও [email protected]-এ E-mail-এর মাধ্যমেও যোগাযোগ করা যেতে পারে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular