HomeGovt Schemesগোপনে চিনের সার্ভারে ডেটা পাঠাচ্ছে Battlegrounds Mobile India, তুঙ্গে বিতর্ক!

গোপনে চিনের সার্ভারে ডেটা পাঠাচ্ছে Battlegrounds Mobile India, তুঙ্গে বিতর্ক!

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

গোপনে চিনের সার্ভারে ডেটা পাঠাচ্ছে  তুঙ্গে বিতর্ক!

Battlegrounds Mobile India: ইতিমধ্যেই Play Store থেকে Android গ্রাহকরা বিটা টেস্টিংয়ের জন্য Battlegrounds Mobile India(BMI) ডাউনলোড করতে পারছেন। যদিও, অফিসিয়ালি গেমটি এখনও লঞ্চ হয়নি। কিন্তু অফিসিয়াল লঞ্চের আগেই 50 লাখ ডাউনলোডও ছাড়িয়ে গেল গেমটি। ভারতে কবে এই গেম লঞ্চ হবে, তা এখনও জানায়নি ডেভেলপার Krafton। কিন্তু, তার আগেই ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে BGMI।

সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, চিনের সার্ভারে ডেটা পাঠাচ্ছে  ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া। IGN India-তে প্রকাশিত সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, বেজিংয়ের একটি সার্ভারে পৌঁছে যাচ্ছে BGMI-এর ডেটা। সূত্রের খবর, এই সার্ভারই আসলে Tencent Games-এর। এই চিনা গেম ডেভেলপার Tencent-এর হাতেই ছিল PUBG Mobile-এর ডিস্ট্রিবিউশন দায়িত্বভার। সেই কারণেই ভারত থেকে গত বছর PUBG Mobile ব্যান করা হয়েছিল।

MORE: বিশ্বজুড়ে নতুন আতঙ্ক ‘সিংকহোল’ (Sinkhole) আচমকাই তৈরি হচ্ছে দানবীয় গর্ত

IGN India-র রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, মূলত হংকংয়েই Tencent-এর সার্ভারে ডেটা পাঠানো হচ্ছে। এছাড়াও মুম্বই, মস্কো ও মার্কিন মুলুকের Microsoft Azure সার্ভারে পৌঁছচ্ছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া প্লেয়ারদের যাবতীয় তথ্য। যদিও, এই রিপোর্টের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Google News View Now

কিন্তু, একটা বিষয় অস্বীকার করার কোনও উপায় নেই যে, Krafton-এর দাবির সম্পূর্ণ বিপরীত তথ্য উঠে এসেছে এই রিপোর্টে। একটি ডেটা স্নিফার অ্যাপ ব্যবহার করে IGN India জানতে পেরেছে, বেজিংয়ে চায়না মোবাইল কমিউনিকেশন কর্পোরেশনের সার্ভারে পৌঁছে যাচ্ছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের ডেটা। এছাড়াও, গেমে Tencent-এর কিছু সার্ভিসও চলতে দেখা গিয়েছে।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular