আপনি কি Laptop Charge-এ বসিয়ে কাজ করেন ? ভুল করছেন না তো !

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Do you work on a laptop charge? You are not doing wrong!


laptop 1


না | মোটেই ভুল করছেন না |  ভাল কাজই করছেন। Laptop চালানোর নিয়মই এটা। এটি কিন্তু Computer ই, আলাদা কিছু নয়। এছাড়া বাড়তি যে সুবিধা পাওয়া যায় তা হল  পরিবহন সহজ এবং কয়েকঘণ্টা Batery-র মাধ্যমে চালানোর সুযোগ।


বার বার Laptop-র Battery Extra Discharge 20% এর নিচে করলে Battery তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।


সম্পর্কিত ভুল তথ্যগুলি হলো :


  1. Laptop Charge এ দিয়ে চালানো উচিৎ নয়।
  2. মাঝে মাঝে Battery সম্পূর্ণ Discharge করে ফেলতে হয়, তাহলে Battery ভাল থাকে।
  3. Charge এ দিয়ে চালালে Mobile Phone-র মত বিস্ফোরণ হতে পারে etc.…|

Laptop Design করা হয় Charge এ দিয়ে চালানোর জন্য |, এবং জরুরী অবস্থার জন্য Battery। আর Mobile Phone/ Smart Phone Design করা হয় শুধু মাত্র Battery-র সহায়তায় চালানোর জন্য।

Group Cards
Google News View Now

তাই Smartphone Charge এ দিয়ে চালানো ঠিক নয় | এতে দূর্ঘটনার আশংকা থেকে যায়। কিন্তু Laptop Charge এ দিয়ে চালালে এ ধরণের কোন সমস্যার সম্ভাবনা নেই।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here