HomeMy BlogDo you point fingers? What is the harm of breaking a finger!...

Do you point fingers? What is the harm of breaking a finger! And find out why or what the sound is

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe
Yes, I point fingers (Index finger).

It feels much better to point a finger (Index finger). In fact, it’s nice to hear the word ‘Pot-Patang’ when you point your finger. But yes we should refrain from pointing fingers. It can cause serious damage in many cases.0119 Arthritis in Hands 2 1024x683 1

Each of our fingers has four joints. These help us to move our fingers. Erosion of the internal articular cartilage of the joints increases when we use the extra fingers we need. It then pushes the finger towards the degenerative rheumatic disease of osteoarthritis – osteoarthritis. This causes pain in the joints of the fingers. Sometimes the joints of the fingers can become swollen. In addition, people who already have osteoarthritis, who have osteoporosis or osteoporosis, decreased bone density, may have fractures or fractures of the fingers.


Also read: 


But a California doctor by the name of Angar has been conducting an examination on himself for 60 years to find out if there is any damage to the bones when the finger is broken. He broke the finger of his left hand, as a rule, every day but did not hold his right hand. The result of such a long test?

Group Cards
Google News View Now

Dr. Angar did not find any difference between the two hands. Even then, it is better to be careful and refrain from pointing fingers unnecessarily. And even if the finger is broken, it should not be extra.

Let’s not know, why is there a sound in the bones when the fingers are broken?

Many of us think that the word ‘pot-patang‘ is due to the friction between the joints of two bones when a finger is broken. But that’s not the point at all. At 360 junctions of 207 bones in our body

Synovial fluid is a type of fluid that fills the bone marrow. Which is a lot like the white part of an egg. This fluid prevents friction between the two bones during movement. The distance between the bones increases slightly when the finger is pierced. This causes some large bubbles to form in the synovial fluid and these bubbles begin to burst.

Woman cracking knuckles 989379286Web e1620061942546
What is the harm of breaking a finger

And this is why the word is created. But these bubbles do not usually form at the same time twice in a row. So even if we twist our fingers twice in a row, we can’t hear the sound for the second time. Some large bubbles are usually formed in the synovial fluid for about 20 minutes and the sound can be heard. However, in a new theory, the Rothman Institute of Philadelphia, Chief of Hand and Wrist Surgery.

Pedro Berezclian said:

“When you point or pull your finger, there is a gap between the two bones. This causes depression and enters the bone marrow. The sound is caused by the sudden entry of liquid in this way. ”


আপনি কি আঙ্গুল ফোটানো (Index finger)? আঙ্গুল ফোটালে কি ক্ষতি হয়! এবং কেনই বা শব্দ হয় জেনে নিন:

হ্যাঁ আমি আঙুল ফোটাই। আঙুল ফোটাতে অনেক ভালো লাগে। আসলে আঙুল ফোটানোর সময়পটপটাংশব্দ হয় ঐটা শুনতে ভালো লাগে। তবে হ্যাঁ অতিরিক্ত আঙ্গুল ফোটানো থেকে আমাদের বিরত থাকা উচিৎ। এটা অনেক ক্ষেত্রে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

Woman cracking knuckles 989379286Web e1620061942546
What is the harm of breaking a finger

আমাদের প্রত্যেক আঙ্গুলে চারটি জয়েন্ট থাকে। এগুলো আমাদের আঙ্গুলকে নড়াচড়া করতে সাহায্য করে। যখন আমরা প্রয়োজনের অতিরিক্ত আঙ্গুল ফোটাই তখন অস্থিসন্ধির অভ্যন্তরীণ আর্টিকুলার কার্টিলেজের ক্ষয় বাড়তে থাকে। এটি পরে আঙ্গুলকে অস্থি সন্ধিগুলোর ক্ষয়জনিত বাত রোগঅষ্টিওআর্থ্রাইটিসের দিকে ঠেলে দেয়। এতে আঙ্গুলের জোড়ায় ব্যথার সৃষ্টি হয়। কখনো কখনো আঙ্গুলের জোড়াগুলো ফুলে যেতে পারে। তা ছাড়া যারা আগে থেকেই অনস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন, যাদের অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় রোগ আছে, হাড়ের ঘনত্ব কমে গেছে, তারা আঙ্গুল ফোটালে ফ্রাকচার হতে পারে বা আঙ্গুলের হাড় ভেঙে যেতে পারে।

তবে আনগার নামের ক্যালিফোর্নিয়ার এক চিকিৎসক আঙুল ফোটালে হাড়ের কোন ক্ষতি হয় কিনা জানতে ৬০ বছর ধরে নিজের ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। তিনি প্রতিদিন নিয়ম করে বাঁ হাতের আঙুল ফুটিয়েছেন কিন্তু ডান হাত ধরেননি। এত দীর্ঘ পরীক্ষার ফল? দুই হাতের মাঝে কোনো পার্থক্যই খুঁজে পাননি ডক্টর আনগার। এরপরও সর্তক থাকতে বিনা প্রয়োজনে আঙ্গুল ফোটানো থেকে বিরত থাকা ভালো। আর আঙুল ফোটালেও অতিরিক্ত ফোটানো উচিৎ নয়।

আসুন আমরা জেনে নেই, আঙ্গুল ফোটালে হাড়ে শব্দ হয় কেন?(Index finger)

আমরা অনেকেই মনে করি আঙ্গুল ফোটালে দুটি হাড়ের সংযোগস্থলে যে ঘর্ষণের সৃষ্টি হয় তাতেই এই অদ্ভুতপটপটাংশব্দটা হয়। কিন্তু ব্যাপারটি মোটেই তা নয়। আমাদের শরীরের ২০৬ টি হাড়ের ৩৬০ টি সংযোগস্থলে

সাইনোভিয়াল ফ্লুইড (Synovial fluid) নামক একপ্রকার তরল অস্থিমজ্জা দিয়ে ভর্তি থাকে। যা অনেকটা ডিমের সাদা অংশের মত। এই ফ্লুইডটি দুটি হাড়ের নড়াচড়ার সময় তাদের মধ্যে ঘর্ষণ তথা ক্ষয় রোধ করে। আঙুল ফোটানোর সময় অস্থির মাঝে দূরত্ব কিছুটা বেড়ে যায়। এর ফলে সাইনোভিয়াল ফ্লুইডে বড় বড় কিছু বুদ্বুদ সৃষ্টি হয় এবং এই বুদবুদগুলো ফেটে যেতে থাকে। আর কারনেই শব্দটা সৃষ্টি হয়। কিন্তু এই বুদবুদ সাধারণত একইসাথে পরপর দুইবার সৃষ্টি হয় না। তাই আমরা পরপর দুইবার আঙ্গুল মোচড়ালেও বার আর শব্দ শুনতে পাই না। সাধারণত ২০ মিনিট পরপর সিনোভিয়াল ফ্লুইডে বড় বড় কিছু বুদ্বুদ সৃষ্টি হয় এবং শব্দ শুনা যায়।

তবে নতুন একটি তত্ত্বে ফিলাডেলফিয়ার রথম্যান ইনস্টিটিউটের হাত কবজির চিফ অব সার্জারি ডা. পেদ্রো বেরেজিকলিয়ান বলেন, “যখন আপনি আঙুল ফোটান কিংবা টানেন, তখন দুই হাড়ের মাঝে কিছু ফাঁকা জায়গা বের হয়। এতে নিম্নচাপ সৃষ্টি হয় এবং সেখানে হাড়ের মজ্জা ঢুকে যায়। হঠাৎ করে এভাবে তরল ঢোকার ফলেই সে শব্দ সৃষ্টি হয়।


Thanks for reading keep sharing and let us know your opinions in the comment section. Follow us on Facebook for more updates like this.

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular