Delhi hospital: No other language can be spoken except Hindi, English | Strict instructions of nurses to the hospital

Delhi hospital bars nurses from speaking in Malayalam

Delhi hospital bars nurses from speaking in Malayalam



Delhi hospital: কেবল হিন্দি ও ইংরেজিতেই কথা বলতে হবে । Nurses-দের উপর কড়া নির্দেশ চাপাল দিল্লি হাসপাতাল। এমনকী হাসপাতালের তরফে জানান হল , নির্দেশ না মানলে তাঁদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে ।

Why was such an instruction given by the delhi hospital?

Govinda Vallabh Pant Institute Hospital, Delhi , আসা রোগী বা তাঁর পরিবারের সঙ্গে মালয়ালম ভাষায় Communication করছিলেন এক Nurse।

Read More: CCIL Recruitment 2021: 46 vacancies in Engineer-Officer post

ঐ হাসপাতাল, কর্মক্ষেত্রে Regional language-র ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করে ।

এরপর নির্দেশিকা জারি করে বলা হয়,’রোগী বা তাঁদের পরিবারের অধিকাংশ লোকই Local Language বোঝেন না। অসহায় বোধ করেন।

Read More: Kolkata Police Jobs Recruitment 2021: 2,500 posts in Kolkata Police

তাই সকল Nurse দের শুধু Hindi or English ব্যবহারের নির্দেশিকা দেওয়া হচ্ছে।

একজন Nurse বলেন, ‘ দিল্লি হাসপাতালটিতে প্রায় 300-350 জনের মতো Nurse রয়েছেন। সবসময় আমরা রোগীর সঙ্গে Hindi-তে কথা বলি।

Read More: NIT Durgapur made Oxygen Concentrator at half price

Malayalam ভাষায় কথা বললে কিছু বুঝতে পারবে না। এখন Authority বলছে, আমরা নিজেদের মধ্যেও Malayalam ভাষায় কথা বলতে পারবো না।’

Read More: আর ATM Card-এর প্রয়োজন হবে না | নিজের ফোন দিয়েই অনায়াসে টাকা তুলে নিতে পারবেন |

যদিও হাসপাতালের নার্স সংগঠনের এই নির্দেশ নিয়ে আপত্তি রয়েছে । তাঁরা জানান, এক রোগী দিল্লি হাসপাতাল Authority-কে এক Nurse-র বিরুদ্ধে Malayalam Language ব্যবহারের অভিযোগ করেছেন। তাই এই Guidelines  চাপানো হয়েছে। কিন্তু সংগঠন মনে করছে, ঐ  Guidelines আঞ্চলিক ভাষাগুলির প্রতি ‘অবমাননাকর’ । Delhi Nurses Federation ও ঐ Guideline-র সঙ্গে সহমত নয়।

Human Rights Violation-র বিষয় নিয়ে সরব হয়েছে Congress। তবে ইতিমধ্যেই Hospital-কে কারণ দেখানোর জন্য Notice দেওয়া হয়েছে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here