Kharagpur IIT Engineering Degree: IIT alumnus quits plum US job to start dairy farm in Hyderabad

Kharagpur IIT: Engineer passed from this cowherd IIT There is a foreign degree, how much do you know his income?

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Kharagpur IIT: Engineer passed from this cowherd IIT There is a foreign degree, how much do you know his income?



Kharagpur IIT Engineering Degree: IIT Khargpur থেকে পাশ করা Engineer। Foreign degree ও ঝুলিতে রয়েছে ।

America-র নামী সংস্থায় Job করতেন। কিন্তু সেই Job ও মন লাগছিল না। শেষে Job ছেড়ে গরু কিনে দুধ বেচে উপার্জন শুরু করলেন তিনি।

তার নাম কিশোর ইন্দুকুরি। কথাটা শুনতে বড় অদ্ভুত লাগে যে, America-র লোভনীয় চাকরি ছেড়ে শেষে কিনা তিনি গরু কিনে দুধ বেচে উপার্জন করছেন! তা

Google News View Now

জানেন কি আজ তার বছরে আয় 44 Crore টাকা গরু কিনে দুধ বেচে!

Hyderabad এ কিশোরের জন্ম । সেখানেই ছোটবেলা কেটেছে তাঁর। তার পর America চলে যান আইআইটি Kharagpur IIT থেকে Engineering Degree পাশ করে ।

University of Massachusetts থেকে 2001সালে Postgraduate এবং 2005 সালে PhD Degree অর্জন করেন তিনি।

2005 সালেই rea Coordinator and Senior Process Engineering  হিসাবে America-র Intel সংস্থায় কাজে যোগ দেন।

Read More: গণিত এর ভয় দূর করুন | PhotoMath ব্যবহার করুন |

এই সংস্থাতেই  2005-11 সাল পর্যন্ত কাজ করে গিয়েছেন তিনি। কিন্তু কিছুতেই মন বসাতে পারছিলেন না মোটা মাইনের এই চাকরিতে ।

চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসেন  2012সালে | তিনি তখনও জানতেন না দেশে ফিরে ঠিক কী করতে চলেছেন |

Hyderabad এ ফেরার পর কিশোরের দৃষ্টি আকর্ষণ করে একটি বিষয় | গরুর খাঁটি দুধের খুব আকাল সেখানে ।

সেই থেকেই মনস্থির করেন দুধের ব্যবসা করার তিনি।

Read More: ATUM 1.0 | ১০০ কিলোমিটার অতিক্রম করুন মাত্র ৭ টাকায় । জানুন বিস্তারিত ।

পাড়া-প্রতিবেশীরা ঠাট্টা করতে শুরু করেন, পাত্তা দেননি কিশোর।

পরিবারকে পাশে নিয়ে সঞ্চিত অর্থে প্রথমে 20 টি গরু কেনেন তিনি। দুধ দুইয়ে তাঁরা নিজেরাই তা বেচতে শুরু করেন।

কিশোর ছেলের নামে এক সংস্থা গড়ে তোলেন 2012 সালে Hyderabad ই ।

6 Years-র মধ্যে তাঁর Number of subscribers দাঁড়ায় 6000।

এখন 10,000 Family তাঁর Farm থেকে গরুর দুধ কেনেন। ১২০ জন কর্মচারী তাঁর অধীনে কাজ করেন। তাঁর Business Turnover বছরে 44 Crore টাকা |

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here