Govt Schemes

সবার জন্য চাঁদের মাটি দেখার সুযোগ করে দিল চীন,

Smart Update24,By Syed Mosharaf Hossain


সবার জন্য চাঁদের মাটি দেখার সুযোগ করে দিল চীন ছোটবেলায় যে চাঁদের বুড়ির গল্প শুনে শুনে ঘুমিয়ে পড়ে মানবশিশু, সে চাঁদ নিয়ে আগ্রহ তার জীবনভর। পৃথিবীর এই একমাত্র উপগ্রহ নিয়ে এ আগ্রহ, কৌতুহলের মাত্রা বোঝা যায় বিশ্বের নামি-দামি মহাকাশ সংস্থাগুলোর কার্যক্রমগুলোতেও।

হালজামানায়ও চাঁদের ছবি, চাঁদ ভিডিও-তে দারুন ইন্টারঅ্যাকশন। এবার কৌতুহলী মানুষের আগ্রহ মেটাতে চন্দ্রপৃষ্ঠ থেকে আনা নুড়ি ও শিলা এককথায় চাঁদের মাটিকে মানুষের জন্য উন্মুক্ত করে দিলো চীন।


সম্প্রতি সফল চন্দ্রাভিযান শেষে চন্দ্রপৃষ্ঠের নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে চীনা মহাকাশযান ছ্যাংএ্য-৫। ফিরে আসা ঐ নমুনার গবেষণার জন্য পর্যাপ্ত অংশ রেখে বাকিটা মানুষকে দেখার সুযোগ করে দিতে প্রদর্শনীতে উন্মুক্ত করেছে দেশটি।

চীনভিত্তিক গণমাধ্যম চায়না ডেইলিতে ২৭ ফেব্রুয়ারিতে বেইজিংয়ের ন্যাশনাল মিউজিয়াম অব চায়নাতে চন্দ্রপৃষ্ঠের নমুনার প্রদর্শনীর বেশকিছু ছবি প্রকাশিত হয়। তাতে দেখা যায়, শক্ত কাচের একটি বায়ুশূন্য পাত্রে চাঁদ থেকে আনা নমুনা প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। তা একনজর দেখার জন্য জাতীয় জাদুঘরের ঐ প্রদর্শনী হলে ভীড় করেছে ছোট বড় সবধরনের মানুষ। কেউ তুলছে সেলফি, কেউ করছে ভিডিও। বয়সে ছোটরা বাবা-মায়ের কাধে উঠে দেখে নিচ্ছে আশ্চর্য চাঁদের মাটিকে।


এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে চীনের স্বপ্নের ডানা বা “চায়নাজ ফ্লাইং ড্রিম”। এই প্রদর্শনীতে চন্দ্রপৃষ্ঠের নুমনা ছাড়াও চীনের উল্লেখযোগ্য ৪০টি বিজ্ঞান কর্মসূচির বিভিন্ন ছবি, ভিডিও ও নমুনা প্রদর্শন করা হয়।

প্রদর্শনীর একপাশে চন্দ্রপৃষ্ঠের নুমনা নিয়ে পৃথিবীতে ফিরে আসা মহাকাশযানের ক্যাপসুলকে স্থাপন করা হয়েছে। উল্লেখ্য চাঁদের নমুনাসহ গেল বছরের ডিসেম্বরের ২৭ তারিখ সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসে ছ্যাংএ্য-৫ এর ক্যাপসুল।


 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button