HomeGovt Schemesআপনি কী ১ বছর কথা না বলে থাকতে পারবেন ? যদি...

আপনি কী ১ বছর কথা না বলে থাকতে পারবেন ? যদি পারেন তাহলে কি হতে পারে জেনে নিন |

Smart Update24, by Swastika Paul

 

 


Communication মানুষের একটি physiological lead । তাই যদি কোন মানুষ তার ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে কথা না বলে এক বছর থাকে তাহলে অসুবিধা খুব একটা হবে না কারণ কথা বলা কমিউনিকেশন এরই একটি অঙ্গ। কমিউনিকেশন শুধুমাত্র কথা বলা নয়। অর্থাৎ মানুষ কথা বলা ছাড়া নিজের কমিউনিকেশন চালিয়ে যেতে পারে। বিভিন্ন রকম ইশারার মাধ্যমে যেমনটা কিনা প্রাচীনকালের মানুষেরা করে থাকতো।


যদি আমরা কথা না বলি তাহলে কি অতিপ্রাচীন কালের মানুষের মত হয়ে যাব ? মানে কথা বলাই ভুলে যাব। বা যে কিনা সম্পূর্ণ কথা বলা বন্ধ করে দিবে তার মুখের সকল মাসেল কিংবা জিহ্বা একদম অকেজো হয়ে পড়বে। এমনটা যদি মনে হয় তাহলে হয়ত আপনি ভুল কারণ কথা না বললেও সেই মানুষটি তার দৈনন্দিন জীবনের অন্যান্য সকল ধরনের কাজ ঠিক হয়ে চালিয়ে যেতে পারবে।

 


যেমন খাবার খাওয়া, পান করা, ইশারার মাধ্যমে কমিউনিকেশন করা যার ফলে লোকটির মুখের সকল টিস্যু গুলি সবসময় সচল থাকবে। তাই যারা বাকশক্তি নিয়ে জন্মগ্রহণ করে তারা কখনই কোনো দুর্ঘটনা ছাড়াই নিজেদের বাকশক্তি হারাবে না। কিন্তু দীর্ঘদিন কথা না বলার কারণে আগের মতো নিজের গলার স্বর ফিরে পেতে কিছুটা সময় লেগে যাবে।


এছাড়াও হঠাৎ করেই কথা বলা শুরু করলে তার vocal cord-র উপর প্রচুর পরিমাণে pressure সৃষ্টি হবে যার কারণে খুব অল্প সময়ের মধ্যেই গলা ভেঙ্গে যেতে পারে ।

 


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular