Govt Schemes

আপনার ফোন এর মেমোরি কি ভর্তি হয়ে যাচ্ছে ?? জেনে নিন 3D মেমোরি ব্যবহারের উপায় |

Smart Update24, by Swastika Paul


আমাদের ফোনের স্টোরেজ খুবই জরুরি আমাদের জন্য | কিন্তু সেটি যদি কখনো ভর্তি হয়ে যাই তাহলেই আমাদের সমস্যা সৃষ্টি হয় | এই কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী এক প্রকার আলো প্রস্তুত করেন | যা 3D মেমরি হিসেবে ব্যবহার করতে সক্ষম | সমাজের ক্রমবর্ধমান তথ্য-প্রযুক্তির ব্যবহারের ফলে বিদ্যমান প্রযুক্তি যেমনঃ হার্ড ড্রাইভ, সলিডস্টেট স্টোরেজ গুলোর খুব তাড়াতাড়িই ধারণ ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। এই প্রজেক্টের প্রধান ড.নিক রেইজেন এর ভাষায়,আমরা এমন যুগে প্রবেশ করেছি যেখানে 100TB (1000 GB) এমনকি PB (1 million GB) ধারণ ক্ষমতার ডাটা-স্টোরেজ ব্যবস্থা দরকার |আর এর জন্য সবচেয়ে বিশ্বস্ত প্রযুক্তি হতে পারে অপটিক্যাল ডাটা-স্টোরেজ প্রযুক্তি |


ড.রেইজেন এবং ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের পিএইচডি ( PhD) শিক্ষার্থী জুয়ানহো প্যান ন্যানো, ক্রিস্টালের আলো নির্গমন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটি প্রযুক্তি উন্নয়ন করেছেন যা খুব সাশ্রয়ী উপায়ে switch on-off করবে বলে বিজ্ঞানীদের দাবি  | ইলেক্ট্রনগুলির ইলেকট্রনিক অবস্থান পরিবর্তন করার জন্য লেজার রশ্মির ও ক্রিস্টাল ফ্লোরোসেন্স কে কাজে লাগিয়েছেন বিজ্ঞানীরা |তারা দেখিয়েছেন এই Fluorescent Nanocrystals  প্রথাগত ম্যাগনেটিক,সলিডস্টেট এবং ব্লুরে ডিস্ক এর বিশ্বস্ত বিকল্প হতে পারে | তারা ক্রিস্টালে রিরাইটেবল(rewritable) ডাটা স্টোর করে দেখিয়েছেন যা মানুষের দৃষ্টি সীমার চেয়ে শতগুণ ছোট ।এই ডাটা স্টোরিং এর সবচেয়ে মজার দিক হলো এখানে স্বাধীন ভাবে কয়েক বিট ডাটা স্টোর করা যায় এবং অন্যান্য অপটিক্যাল ডাটা স্টোরিং এর মতো তা মুছে আবার নতুন করে স্টোর করা যায় |এই মাল্টিলেভেল ডাটা স্টরিং পদ্ধতিতে একটি সিঙ্গেল ক্রিস্টালে কয়েক বিট ডাটা স্টোর করা যায় যা বেশি ঘনত্বে ডাটা স্টোরিং এর ব্যবস্থা করে | এই কম শক্তির প্রয়োজনীয়তা এটিকে Integrated Electronic Circuit এ অপটিক্যাল ডাটা স্টোরেজের জন্য আদর্শ করে তুলেছে |এই প্রযুক্তির 3D ডাটা স্টোরেজের উন্নতির মাধ্যমে কতটা ডিজিটাল ডাটা স্টোর করা যায় তার সীমানা বৃদ্ধি করা যায় |

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button