Android 12: Google Pixel user interested in how to enable “Material You”

Join Our WhatsApp Group For New Update

The new design “Material You” on Android 12



Android Operating System-র সবথেকে বড় Design-র পরিবর্তন এনেছে Google। Android 12-এ নতুন ‘Material You’ Design ব্যবহার করেছে Google |

2014 সালে ‘Material Design’ লঞ্চের পর Design-র দিক থেকে এখনও পর্যন্ত Android Operating System-র সবথেকে বড় পরিবর্তন।

New Version User Interface-কে ঢেলে সাজানো হয়েছে। দিনে দিনে Smartphone Display-র সাইজ ক্রমশ বড় হচ্ছে। আর এই বড় Display-র প্রত্যেক ইঞ্চির কার্যকারিতা বাড়াতে নতুন Design নিয়ে হাজির হয়েছে Android 12।

Significant changes to the design of Android 12 are:

The system theme will depend on the wallpaper-

Android Operating System সব সময় User-কে Customization-র স্বাধীনতা দিয়ে এসেছে।

এবার Android 12-এর মাধ্যমে নিজস্ব Icon pack and system color ব্যবহার করা যাবে। তার জন্য New Color extraction feature Android 12-এ যোগ হয়েছে  । এই ফিচারে Device দ্রুত আপনার ওয়ালপেপারের Primary Color বুঝে নিয়ে সেই অনুযায়ী System Color Set করে নেবে।

Quick settings, volume bar ও কিছু Google Apps-এ Color ব্যবহার হবে।

New animation and adaptive layout-

অ্যান্ড্রয়েড 12-এ যুক্ত হয়েছে একগুচ্ছ New animation। এছাড়াও Lock Screen এ যোগ হয়েছে A bunch of visual changes।

এবার থেকে Lock Screen এ কোনও Notification না থাকলে, তুলনামূলক ভারে আগের চেয়ে আরও বড় Clock দেখা যাবে। এছাড়াও Smart Phone হাতে নিলে Clock-র Size ও বদলে যাবে।

New animation and adaptive layout

অ্যান্ড্রয়েড 12-এর নতুন ‘Material You’ Design-র মাধ্যমে Smart Phone ব্যবহার আরও সহজ হবে।

এবার থেকে ইউজারেরা Operating system contrast, size ও অন্যান্য অনেক কিছু বদল করতে পারবেন। চাইলে New Animation ও বন্ধ করে রাখা যাবে।

Google জানিয়েছে আপাতত Pixel Device-র জন্য এই Design আনা হলেও, অন্যান্য Company গুলি চাইলেই এই ডিজাইন গ্রহণ করতে পারে।

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here