E-pass is required for emergency services in Total Lockdown | Apply for E-Pass |

Join Our WhatsApp Group For New Update

Lockdown again, e-pass mandatory


E-Pass

Covid সংক্রমণ নিয়ন্ত্রণে Strict prohibitions জারি করেছে নবান্ন। Sunday থেকে আগামী 30th May পর্যন্ত রাজ্যে Total Lockdown জারি করা হয়েছে। এমনকী, রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে বেরোনো নিষিদ্ধ করা হল। রাজ্যে Corona rules না মানলে According to the epidemic law ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন।

Total lockdown, এই পরিস্থিতিতে Emergency services and online delivery-র সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা কীভাবে বাইরে বার হতে পারবেন?

এবার Kolkata বাসীর এই সমস্যার সমাধানে e-pass পরিষেবা চালু করল Kalkata Police | Online Application জানাতে হবে e-pass-র জন্য। নির্দিষ্ট কিছু data submit করে পাওয়া যাবে e-pass |

How to apply for an e-pass?

1st, https://coronapass.kolkatapolice.org/ এই Link Click করতে হবে।

Link Click করার পর একটি Page খুলবে। সেখানে ‘I Agree’ লেখা Box Click করতে হবে। Next পেজে ‘Individual’ অর্থাৎ Personal বা ‘Organisation’ অর্থাৎ Company checkbox থাকবে। আপনি নির্দিষ্ট Check box Click করুন।

Then,  নিজের Nama, কোথায় যেতে চান, গাড়ির যাবতীয় তথ্য, কী কারণে যাচ্ছেন, সেই তথ্য জানাতে হবে। একইসঙ্গে Containment Zone enter না করার জন্য যে check box রয়েছে সেখানেও Tick mark দিতে হবে।

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here