HomeGovt Schemesরাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৎপরতা, ৩ মাসের মধ্যেই নিয়োগ

রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৎপরতা, ৩ মাসের মধ্যেই নিয়োগ

ভাবী শিক্ষকদের জন্য সুখবর। আগামী সপ্তাহেই রাজ্যে উচ্চ প্রাথমিকের (Upper Primary) শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হতে চলেছে। যাবতীয় আইনি জটিলতা কাটিয়ে এবার আদালতের নির্দেশে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। তৃতীয়বার রাজ্য শাসনের ভার নিয়েই পড়ে থাকা কাজ সকলের আগে শেষ করতে তৎপরতার সঙ্গে কাজে নামছে  সরকার। এই পদক্ষেপই তার প্রমাণ।

More: NASA news, to send people to the moon Project |

দীর্ঘ সাত বছর ধরে রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। আদালতের রায়ে মাস কয়েক আগেই সেই জট খুলেছে। তারপর থেকে অধীর অপেক্ষা ছিল প্রার্থীদের। সেই প্রতীক্ষার অবসান এবার আসন্ন। চলতি মাসের ১০ তারিখের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউয়ের (Interview) তালিকা প্রকাশ হবে (Upper Primary)।

ঠিক তার আট সপ্তাহের মধ্যে মেধাতালিকা-সহ প্যানেল তৈরি করা হবে বলে খবর। ৩১ জুলাইয়ের মধ্যে প্রার্থীদের রেকমেন্ডেশন অর্থাৎ চাকরিতে যোগদান করানোর নির্দেশিকা রয়েছে আদালতের। ফলে আর ক’দিনের মধ্যে প্রায় সাড়ে চোদ্দ হাজার প্রার্থীর ভবিষ্যৎ নিশ্চিত হতে চলেছে বলে আশাবাদী চাকরিপ্রার্থীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular