WWW Google will notify you when the call is recorded. Unknowingly your phone call is not being recorded?

Join Our WhatsApp Group For New Update

The call can be a record



www google: Android ফোনে যথেচ্ছ এই Call Recording এ বিধি-নিষেধ চাপিয়েছে Google।

New Android Phone, তাতে এ ভাবে না জানিয়ে কারও Call Record করা যাবে না। নতুন স্মার্ট ফোনে Call Recording এ বসালেই একটি যান্ত্রিক স্বরে Phone-র ওপারে থাকা ব্যক্তির কাছে বার্তা যাবে | আপনার এই Call টি Record করা হচ্ছে। আবার Recording Stop করা হলে সেই বার্তাও দু’জনেই পাবেন

Conference Call-র ক্ষেত্রেও তাই হবে।

At the Indian School of Ethical Hacking-র অধিকর্তা সন্দীপ সেনগুপ্তর বক্তব্য, ‘ইউরোপের General Data Protection Regulation অনুযায়ী কাউকে জানিয়ে কারও Call Record করা দণ্ডনীয় অপরাধ।

www google -সহ অন্যান্য অনেক সংস্থা Software-এ ধরনের সুযোগ রেখে বাজারে পণ্য নিয়ে আসায় তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।’

সেই কারণেই সাধারণ ভাবে সারা বিশ্বের জন্য কতগুলি সব Software company-ই আনছে সাধারণ পরিবর্তন ।

Read More: drobboo –নতুন e-Commerce Platform | জানুন বিস্তারিত|

Google ও এনেছে এবং তাতেই এই Call recording alert শুনতে পাওয়া যাচ্ছে।

Data Protection সংক্রান্ত একটি প্রস্তাব সংসদে পেশ হয় 2018 সালে। 2020 সালে সেই প্রস্তাব পাশ হওয়ার কথা |

এ দেশে Right to information এতটাই বিরল ও বিষম বস্তু যে তা আর দিনের আলো দেখেনি। কিন্তু Google-র মতো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সংস্থাকে Internationally মানদণ্ড মানতে হয়। তার অনেক আগেই Personality  রক্ষার খাতিরে এই Feature আনা হলো।

Google এমন নির্দেশিকা নিয়ে এলেও Apple-এর ফোনে বা Microsoft-র লুমিয়া ফোনে আগেই Call Recording Option ছিল না।

তবে Android Phone-র বহু ব্যবহারের জন্যই এবার প্রশ্নটা জোরদার হচ্ছে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

Join Our WhatsApp Group For New Update

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here