HomeGovt Schemesবিশ্ব জল দিবস দিনটি কেনো পালিত হয়??

বিশ্ব জল দিবস দিনটি কেনো পালিত হয়??

আজ বিশ্ব জল দিবস।(World Water Day)


1992 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 22শে মার্চ দিনটাকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে এবং সেইমতো 1993 সাল থেকে এই দিনটা সারা পৃথিবী জুড়ে পালিত হয়ে আসছে।পৃথিবীর তিনভাগ জল হলেও ব্যবহারযোগ্য জলের পরিমাণ সীমিত । জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাহিদা যেমন বেড়েছে তেমনই সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে দূষণের কবলে পড়ে সেই সীমিত জলভান্ডার ব্যবহারযোগ্যতা হারাচ্ছে ।


বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে জলের সঠিক ও সীমিত ব্যবহার, জলসংরক্ষণ ও জলদূষণ সমন্ধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই দিনটা পালনের উদ্দেশ্যে । 2021 সালে বিশ্ব জল দিবসের থীম “Valuing water”। আসুন , জলের ব্যাপারে আমরা একটু সচেতন হই, যার যতটুকু সামর্থ্য সেটুকু দিয়েই জলের সীমিত ব্যবহার ও সংরক্ষণের প্রয়াস করি। আমাদের বাড়ি থেকেই যদি এই প্রচেষ্টা শুরু হয়, তাহলে হয়তো আমাদের ভবিষ্যত প্রজন্মকে জলহীন পৃথিবীর ভয়াবহতা সহ্য করতে হবে না।


 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular