HomeWindowsWhatsApp Web: How to make Voice or Video Call from WhatsApp Web?...

WhatsApp Web: How to make Voice or Video Call from WhatsApp Web? Learn more |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Learn how to make video & voice call in WhatsApp Web



WhatsApp Web: যোগাযোগের অন্যতম সেরা মাধ্যম যে WhatsApp। প্রায় সকলের Smartphone-ই WhatsApp Instal থাকে। অনেকে Office work বা School/College-র দরকারি কাজে Whatsapp Web ব্যবহার করে থাকেন। বিগত কয়েক বছর ধরেই Computer থেকে WhatsApp Web Use করে, Personal or Group chat ও করা যায়। Windows, Linux ও Mac Computer থেকে সহজেই WhatsApp Chat করা যায়। সম্প্রতি User-র WhatsApp ব্যবহারের Experience কে আরও ভালো করে তুলতে, Computer থেকেও Voice & Video Call ব্যবহারের সুবিধা যোগ হয়েছে WhatsApp এ |
সম্প্রতি বিশ্বের প্রায় সব User-র জন্য Browser থেকে Voice & video Call-র সুবিধা নিয়ে এসেছে e-Instant Messaging Platform। যাঁরা নিয়মিত Computer থেকে Office-র কাজে অথবা ব্যক্তিগত প্রয়োজনে WhatsApp ব্যবহার করেন, তাঁরা জন্য বিশেষভাবে উপকারী হবে এই New Feature।

Read More: Sanitizer-tree: This plant is being used in many villages of North Bengal

How to download WhatsApp Web?

Windows ও Mac কম্পিউটারে WhatsApp Web Download করা যাবে।

Google News View Now

32 bit 64 bit Windows কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন। পাশাপাশিই আবার Mac System ও হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারবেন।

Windows 10 64-bit Version1903 অথবা নতুন এবং macOS 10.3 বা New Computer থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।

যদিও এখন শুধুমাত্র One Person-র সঙ্গে একসঙ্গে হোয়াটসঅ্যাপ Call এ কথা বলে যাবে।

এখনও হোয়াটসঅ্যাপ Desktop থেকে Group Call-র সুবিধা চালু হয়নি।

1.Voice Call-র জন্য Headphone or Speaker-র মতো যে কোনও Audio Output Device। Laptop-র Speaker ও কাজ চলবে।

2. Video Call করতে চাইলে প্রয়োজন একটি Webcam
3. কম্পিউটার ও ফোনে একটি Active Internet Connection।
4. এছাড়াও হোয়াটসঅ্যাপ অ্যাপকে কম্পিউটারের Microphone & Camera On করার Permission দিতে হবে।

How to make WhatsApp voice and video calls from computer?

1st, কম্পিউটারে WhatsApp Web Install করে নিন।
এবার ফোনে হোয়াটসঅ্যাপ Open করে Computer Screen-র QR Code Scan করে নিন।
তার পরেই আপনার হোয়াটসঅ্যাপ Account কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন।
এবার যাঁর সঙ্গে Voice or Video Chat করতে চান, সেই Chat Open করে ডান দিকে উপরে Voice chat icon বা Video Chat open করুন।
এই ভাবেই কম্পিউটার থেকেই আপনি হোয়াটসঅ্যাপ কল শুরু করতে পারবেন।
Android ও iOS ডিভাইসে যে ভাবে হোয়াটসঅ্যাপ Voice or Video call করেন, সেই একই উপায়ে আপনি কম্পিউটার থেকেও Voice or Video call করতে পারবেন। Mobile-র মতোই Desktop থেকে করা Voice & Video chat ও end-to-end encrypted থাকবে।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular