HomeSocial NewsSanitizer-tree: This plant is being used in many villages of North Bengal

Sanitizer-tree: This plant is being used in many villages of North Bengal

Artemisia is being used in many villages in North



Sanitizer-tree: Covid-19-র কোনও ছায়া জীবনে ছিল না, তখনও এই অঞ্চলের মানুষ এক ধরনের আঞ্চলিক ‘ Sanitizer-tree ‘ ব্যবহার করে আসছেন। বলতে গেলে সেটা Vegetable Sanitizer। এই সব ব্যবহার করেই এই অঞ্চলের মানুষ Insect-borne নানা অবাঞ্ছিত উত্‍পাত থেকে নিজেদের সুরক্ষিত রেখে এসেছেন।

Poisonous insects মারার জন্য North Bengal-র গ্রামীণ এলাকার মানুষজন একটি ভেষজ গাছ ব্যবহার করে আসছেন।

তার নাম ‘টিতেপাতি’। গাছটির নাম– Artemisia

Sanitizer-Tree: Artemisia

Covid-19 এর সময় এখানকার সাধারণ মানুষ এই ভেষজ গাছের পাতা জলে ভিজিয়ে শরীরে বা বাড়িতে ছিটিয়ে দিচ্ছেন।

আর বলছেন, এতেই তাঁদের বাড়ি বা হাত হয়ে যায় ‘ Sanitize ‘।

North Bengal এ শ্মশানযাত্রীদের গায়ে এই গাছের জল ছিটিয়ে দেওয়ার প্রথা আছে।

Read More: Sonu Sood To Set Up 18 Oxygen Plants Across India

এতে কোনও সংক্রমণ হবে না। যাতে কোনও পোকামাকড় ঘরে না ঢোকে বাড়ি আশেপাশেও এই গাছের জল দিয়ে ছিটিয়ে দেওয়া হয়।

What’s the matter Totally folklore, or is there something justified?

Botany-রা জানাচ্ছেন, গাছটিতে different chemical constituents & essential oil আছে। Strong smell আছে এই গোত্রের বেশির ভাগ গাছেরই । যা গাছ থেকে পোকামাকড় অনায়াসেই দূরে রাখা যেতে পারে। তবে, এই উদ্ভিদ Sanitizer-র বিকল্প কিনা, নিশ্চিত করে কিছু বলা যাবে না। 

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular