Govt Schemes

অক্সিজেনের অনুপস্থিতি এবং আমাদের পৃথিবী (৫ সেকেন্ড)

What If The World Lost Oxygen For Five Seconds:


একবার ভাবুনতো কি হবে আমাদের আর এই পুরো পৃথিবীর, যদি ৫ সেকেন্ডের জন্য পৃথিবীর সমস্ত অক্সিজেন ভ্যানিশ হয়ে যায়। কি ভাবছেন শুধু ৫ সেকেন্ডের জন্য দম বন্ধ করে রাখলেই হবে!!!! না ব্যাপারটা এত সহজ নয়,, আরো অনেক ঘটনা ঘটবে যা আমরা চিন্তাও করতে পারি না।

আজকে সেইসব ঘটনা গুলোই আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো, জানি না কতটুকু আপনাদের বুঝাতে পারবো!

অক্সিজেনের এই ৫ সেকেন্ডের অনপুস্থিতির কারণে বদলে যাবে আমাদের পুরো পৃথিবীর রূপ। আমাদের পৃথিবীতে মনুষ্য তৈরি যতো স্থাপনা আছে সবই ধ্বসে পরবে, কারণ সব স্থাপনা তৈরির প্রধান হচ্ছে কংক্রিট এবং কংক্রিটের বাইন্ডিং এজেন্ট হিসেবে কাজ করে অক্সিজেন, তাই অক্সিজেন না থাকলে কংক্রিট মুহূর্তের মধ্যে ধুলোয় পরিণত হবে এবং পৃথিবীর সব স্থাপনা ধ্বসে পরবে।


একই সময়ে যারা সূর্যের রোদে থাকবে তাদের সবার শরীরের চামড়া পুড়ে যাবে অতিবেগুনি রশ্মির প্রভাবে, কারণ হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর অক্সিজেনের তৈরি যা অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। আমাদের বায়ুমণ্ডলের ২১% অক্সিজেন, মুহূর্তের মধ্যে এই পরিমাণ অক্সিজেন ভ্যানিশ হয়ে যাওয়ার কারণে বায়ুমণ্ডলের চাপও ২১% কমে যাবে যার প্রভাবে আমাদের কানের পর্দা তৎক্ষণাৎ ফেটে যাবে।


সব মোটরগাড়ি, উড়োজাহাজ এর ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিবে, কারণ সব ইঞ্জিন চলে কম্বাস্টন প্রসেসের মাধ্যমে। কম্বাস্টন প্রসেস চলমান থাকে জ্বালানি পুড়িয়ে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করে, যেহেতু অক্সিজেন থাকবে না তাই কম্বাস্টন প্রসেস ও অচল হয়ে যাবে। তাই আকাশে উড়ন্ত সব উড়োজাহাজ ক্রেশলান্ডিং করবে,, যানবাহন রাস্তায় থেমে যাবে।

শুধু এখানেই শেষ নয়,

পৃথিবীর ভূত্বক চূর্ণবিচূর্ণ হয়ে যাবে কারণ ভূত্বক এর ৪৫% অক্সিজেন( বিভিন্ন ধাতব অক্সাইড হিসেবে থাকে)।

কি অবাক হলেন,, অবাক হওয়ারই কথা কারণ আমরা এইভাবে কখনো ভেবে দেখিনা। শেষ কথা একটাই এমন হওয়ার কোনো চান্স নাই তাই সবাই নিশ্চিন্তে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button