মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব রয়েছে , জানালো NASA | পড়ুন বিস্তারিত |

Water exists on Mars, NASA said Read more


Researchers say 30-99% of the water is still on Mars



গবেষকরা জানিয়েছেন ৩০ -৯৯ % জল এখনও মঙ্গলেই রয়েছে | তবে তা রয়েছে মঙ্গল-পৃষ্ঠের মাটির গভীরে।


‘Journal Science’ -এ প্রকাশিত এক গবেষণাপত্রে এমনই দাবি করা হয়েছে। গবেষণাপত্রটির প্রধান লেখক Eva Scalar | । 300 কোটি বছর আগে ওই জল বিলুপ্ত হয়ে গিয়েছিল। সেই থেকে মঙ্গল এক শুষ্ক গ্রহ। কিন্তু কতটা জল রয়েছে মঙ্গলে? তরল অবস্থায় ও মাটির নিচে ধাতুর সঙ্গে মিশে থাকা অবস্থায় মোট জলের পরিমাণ আটলান্টিক মহাসাগরের জলের অর্ধেক।


গবেষকদের মতে, মহাকাশচারীরা মঙ্গলের মাটিতে নামলে সেখানকার ধাতুর সঙ্গে মিশে থাকা জলকে নিষ্কাশন করে তাকে কাজে লাগাবে, এমন সম্ভাবনা কম।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here