Social News মস্তিস্ক ভালো রাখতে চান?? গবেষণা বলছে নিয়ম ভাঙতে | পড়ুন বিস্তারিত | By Swastika & Deep - March 26, 2021 FacebookTwitterPinterestWhatsApp Join Our WhatsApp Group For New Update Want to keep the brain good ?? Research says to break the rules Read more বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে | সম্প্রতি ‘The Journal of Gerontology’ নামের গবেষণাপত্রে এরকম দাবি করা হয়েছে |সেই কর্মক্ষমতা হ্রাস থামানো যায় নিয়ম ভাঙলে | নিয়মিত নতুন কিছু করতে থাকলে। আমেরিকার দক্ষিণ University of Florida -র মনোবিদ্যা বিভাগের থেকে পরীক্ষা চালানো হয়েছে। 732 জনের Brain-র কর্মক্ষমতা পরীক্ষা করার পর তাঁদের স্বাভাবিক জীবন চালিয়ে যেতে বলা হয়েছে। 10 Years পরে আবার ওই 732 জনেরই Brain-র কর্মক্ষমতা পরীক্ষা করে দেখা হয়েছে। দেখা গিয়েছে, যাঁরা নিময়ানুবর্তিতার বাইরে গিয়ে নতুন কিছু করেন, তাঁদের Brain-র কর্মক্ষমতা কম পরিমাণেহ্রাস পেয়েছে। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । Follow on Google News Join Our WhatsApp Group For New Update