HomeGovt SchemesTruecaller আনলো নতুন ফিচার , ফোন কলের মাধ্যমে জালিয়াতি কমাতে

Truecaller আনলো নতুন ফিচার , ফোন কলের মাধ্যমে জালিয়াতি কমাতে

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

জালিয়াতির ঘটনা যে হারে বাড়ছে ইদানিং , তাতে অচেনা কোনো নম্বর থেকে ফোন এলেই হাজারো চিন্তা আমাদের মাথায় ঘোরে।


Truecaller is the leading Caller ID and spam blocking app trusted by over 250 million users.


তাই এইসব অবাঞ্চিত ফোন কল বা প্রতারণার ঘটনাগুলিকে এড়াতে কলার আইডি অনুসন্ধানকারী স্মার্টফোন অ্যাপ্লিকেশন ‘Truecaller’ বর্তমানে আমজনতার মধ্যে বহুল পরিমানে ব্যবহৃত হয়। ইউজারদের উন্নত পরিষেবা দিতে অ্যাপটি প্রায়শই নতুন নতুন ফিচার আনে। সম্প্রতি তারা নামজাদা ব্যবসায়িক সংস্থা এবং স্টার্টআপগুলির জন্য এমনই একটি প্রিমিয়ার এন্টারপ্রাইজ ফিচার নিয়ে আসলো। যেখানে প্রতিটি সংস্থা তাদের পরিচয়ের বৈধতা প্রমান করার মাধ্যমে ট্রুকলারের এই ফিচারে তাদের নাম তালিকাভুক্ত করতে পারবে।

এই বিষয়ে Truecaller এর তরফে জানানো হয়েছে, ভেরিফায়েড ব্যবসায়িক সংস্থারগুলির নম্বর থেকে গ্রাহকদের যোগাযোগ করা হলে, তারা যাতে নিশ্চিন্তে সেই ফোনের উত্তর দিতে পারে সেই জন্য এই নতুন ফিচার রোল আউট করা হয়েছে। এই ফিচারের ফলে, বৈধ অ্যাকাউন্টগুলি থেকে ফোন আসা মাত্রই ইউজারদের মোবাইল স্ক্রিনের রং বদলে সবুজ হয়ে যাবে। সাথে অ্যাকাউন্টটি যে সত্যি আসল তা প্রমান করতে, সংস্থাটির নামের পাশে থাকবে টিক চিহ্ন ও ঠিক তার নীচেই থাকবে ‘verified badge’ লেখাটিও।

ছদ্মবেশী হ্যাকারদের করা স্ক্যাম কলগুলি প্রতিরোধের মাধ্যমে গ্রাহকদের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি, সংস্থাগুলির প্রতি তাদের আস্থা জোগাতেই মূলত এই ফিচারটিকে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। সুতরাং, যেসব ব্যবসায়িক সংস্থা এবং স্টার্টআপগুলি তাদের ব্রান্ডের কার্যকারিতা ও সুনামের ব্যাপারে সচেতন তাদের জন্য ট্রুইকলারের এই ফিচারটি যে বিশেষ সহায়ক হবে তাতে সন্দেহ নেই।

Google News View Now
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular