HomeGovt Schemesআজ ১৪ মার্চ, বিশ্ব পাই দিবস ।

আজ ১৪ মার্চ, বিশ্ব পাই দিবস ।

Today is March 14, World Pie Day.


Smart Update24,By Syed Mosharaf Hossain : আজ ১৪ মার্চ, বিশ্ব পাই দিবস । পাই দিবস গাণিতিক ধ্রুবক পাই (π) –এর সম্মানে উদযাপনের দিন। পাই-এর মান প্রায় ৩.১৪ বলে বছরের ৩ নম্বর মাসের ১৪ নম্বর দিনটিকে অর্থাৎ মার্চ মাসের ১৪ তারিখকে পাই দিবস হিসাবে পালন করা হয়। ১৪ মার্চের দুপুর ১টা ৫৯ মিনিট ২৬ সেকেন্ডকে পাই সেকেন্ড বলা হয়। পাইয়ের মানের (৩.১৪১৫৯২৬) কাছাকাছি সময়ে দিবসটি উদযাপন করার জন্য পাই দিবসে পাই সেকেন্ড পালন করা হয়। ১৯৮৮ সালে সালে প্রথমবারের মতো পাই দিবস পালিত হয় আমরিকার স্যান ফ্রানসিস্কো-এর একটি বিজ্ঞান জাদুঘরে। ঐ জাদুঘরের কর্মকর্তা পদার্থবিদ ল্যারি শ এই দিবস উদযাপনের উদ্যোক্তা বলে তাকে ‘পাই-এর রাজপুত্র’ বলা হয়।

পাই (pi) অথবা π একটি গুরুত্বপূর্ণ গাণিতিক ধ্রুবক। ইউক্লিডিয় সমতলীয় জ্যামিতিতে, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাতকে পাই (π) হিসেবে সংজ্ঞায়িত করা হয়। উইলিয়াম জোনস সর্বপ্রথম ১৭০৬ সালে পাই (π) প্রতীকটির প্রচলন তবে এই প্রতীকটিকে জনপ্রিয় করেন সুইস গণিতবিদ লিওনার্দো ইউলার। গণিত, বিজ্ঞান ও প্রকৌশল বিদ্যার অনেক সূত্রে পাইয়ের ব্যবহার দেখা যায়। সমতল জ্যামিতিতে বৃত্তের ব্যাসার্ধ = r, পরিধি = C , ব্যাস = d ও বৃত্তের ক্ষেত্রফল = A হলে, পাই (π) = ?

ক. π =d/2

খ. π =C/r

গ. π =C/d

ঘ. π =A/r2

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular