HomeGovt SchemesThis Device Can Supply Oxygen In Corona Conditions,

This Device Can Supply Oxygen In Corona Conditions,

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

করোনা পরিস্থিতিতে অক্সিজেনের যোগান দিতে পারবে এই যন্ত্রটি,Agra ventilator

বর্তমানে ভারতবর্ষে সর্বত্রই করোনাভাইরাস এর প্রভাব ধীরে ধীরে আরও বেড়ে চলেছে  । এই করোনাভাইরাস এর রোগীদের সুস্থ করার জন্য তাদেরকে অক্সিজেন দেওয়া হয়।  কিন্তু বহু রাজ্যে বর্তমানে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি রয়েছে ।অনেক মানুষ অক্সিজেন সিলিন্ডার না পাওয়ার কারণে রীতিমতো আরও অসুস্থ হয়ে পড়ছে ।

এমন অবস্থায় একটা যন্ত্রের নাম উঠে এসেছে যেটি কিনা অক্সিজেনের ঘাটতি মেটাতে পারবে সে যন্ত্র টির নাম হল ‘অক্সিজেন কনসেনট্রেটর’(Oxygen concentrator)। সিলিন্ডারের ঘাটতির মধ্যে বহু কোভিড আক্রান্ত বাড়িতেই সাহায্য পাচ্ছেন এই যন্ত্র থেকে।

ফুসফুসের বহু ধরনে সমস্যার উপশম হিসেবে রোগীদের এই যন্ত্র ব্যবহার করার পরমার্শ দেন চিকিৎসকরা। এমন ধরনের রোগ, যাতে ফুসফুসের ভিতরে ফাইব্রোসিস হয়, ফুসফুসরে ভিতরটা ক্রমশ ছোট হয়ে আসে, সে সব ক্ষেত্রে রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়। সাধারণত অক্সিমিটারের মাপ অনুযায়ী, সাধারণ অবস্থায় একজন মানুষের শরীরে ৯৫ শতাংশের উপরে থাকে অক্সিজেনের মাত্রা। কিন্তু ফুসফুসের ভিতরে ফাইব্রোসিস হলে, তার মাত্রা কমতে থাকে। করোনা সংক্রমণের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। এমন রোগীদের অনেকেই উপকৃত হয়েছেন এই ‘অক্সিজেন কনসেনট্রেটর’-এর মাধ্যমে।

কী ভাবে কাজ করে এই যন্ত্র Oxygen concentrator (অক্সিজেন কনসেনট্রেটর)?

মূলত পরিবেশ থেকে বাতাস সংগ্রহ করে, তার থেকে অক্সিজেন ব্যতিরেকে অন্য গ্যাসগুলি বের করে দেয় এই যন্ত্র। অক্সিজেনটি জমা হয় যন্ত্রের ভিতর। নলের মাধ্যমে তা রোগী টেনে নিতে পারেন। প্রয়োজন অনুযায়ী, কমানো-বাড়ানো যায় অক্সিজেনের গতি। ফলে অক্সিজেনের অপচয় হওয়ার আশঙ্কাও কম এতে।oxygen

এমনও দেখা গিয়েছে, ৮০ শতাংশের নীচে অক্সিজেনের মাত্রা নেমে যাওয়া রোগীদেরও সাহায্য করেছে এই যন্ত্র। শুধু কোভিড সংক্রমণের সময় নয়, এই রোগ সারিয়ে ওঠার সময়ও যন্ত্রটি খুব কাজে লাগে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular