Google Map এর নতুন ফিচারস এ রাস্তার নামকরণ করা যাবে নিজে থেকেই | জানুন কিভাবে রাস্তা এঁকে নামকরণ করতে পারবেন |

 

Google Map এর নতুন ফিচারস এ রাস্তার নামকরণ করা যাবে নিজে থেকেই | জানুন কিভাবে রাস্তা এঁকে নামকরণ করতে পারবেন |(Street features can be named automatically with the new features of Google Map Learn how to name a road)

Smart Update24, by Swastika Paul

sdsmartupdate24.in

Google MapUser -দের জন্য নতুন ফিচার নিয়ে এল Tech Giant Google। যেখানে ম্যাপে নেই এমন কোনো রাস্তা এঁকে তার নামকরণ পর্যন্ত করতে পারবেন User -রা। রাস্তার ভুল নাম সংশোধন, ভুল রাস্তা ম্যাপ থেকে মুছে দেওয়া বা রাস্তার স্থান পরিবর্তন করার মতো একাধিক সুবিধা মিলবে নতুন এই ফিচারে।


গুগলের এই নতুন ফিচার ‘Drawing’ option হিসেবে থাকবে যা একেবারে Microsoft Paint-র Line Tool -র মতো। সংস্থা জানিয়েছে, আগামী মাসেই কমপক্ষে 80টি দেশে এই features চলে আসবে । ম্যাপে রাস্তা যোগ করতে হলে  ব্যবহারকারীদের একটি পিন ড্রপ করে সেই রাস্তা বরাবর পিন ড্র্যাগ করে সংশ্লিষ্ট নাম দিয়ে submit করতে হবে।


তবে এক্ষেত্রে Google -র তরফে বেশকিছু guidelines মেনে চলতে হবে user -দের ।সঠিক রাস্তা যোগ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখবে Google । রাস্তা সংযোগ করার পর তা 7 দিন ধরে review করবে Google। পাশাপাশি Photo Updates নামে আরও একটি নতুন feature আনতে চলেছে Google। এই ফিচারে যেকোন স্থানের photo add করে তার বিষয়ে ছোট করে review লেখা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here