HomeGovt SchemesSSC GD Constable:সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুপার বড় খবর! ৪০ হাজার শূন্যপদে...

SSC GD Constable:সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুপার বড় খবর! ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসছে

Join Our WhatsApp Group For New Update

SSC GD Constable: সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুপার বড় খবর! ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসছেSSC

SSC GD Constable: GD কনস্টেবল পদে নিয়োগের জন্য বড় আপডেট ৷ প্রায় ৪০ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির খবর এসএসসি (SSC) সূত্রে পাওয়া খবরে জানতে পারা গিয়েছে আগামী ১০ থেকে ১৫ জুনের মধ্যে বিজ্ঞপ্তি জারির ব্যাপক সম্ভাবনা রয়েছে ৷

বিস্তারিত জানতে চাকরি প্রার্থীরা এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন ৷ https://ssc.nic.in/, এই তথ্যটি সংস্থার পক্ষ থেকে ট্যুইটে জানানো হয়েছে ৷

উল্লিখিত পদে পরীক্ষার মাধ্যমে দিল্লি পুলিশ (Delhi Police), কেন্দ্রীয় সশস্ত্রবাহিনী (CAPF), কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ (NIA), এসএসএফ (SSF) ও অসম রাইফেলে লোক নেওয়া হবে ৷

MORE: Pollution Control Board jobs: CPCB jobs openings for Research Associate/ Consultant posts announced

নির্ধারিত এসএসসির (SSC Or Staff Selection Commission) সূচি অনুযায়ী ২৫ মার্চ ২০২১পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১০ মে ২০২১, কিন্তু করোনার দ্বিতীয় ঢেউতে সমস্ত কিছু তছনছ করে দিয়েছে ৷

জিডি কনস্টেবল (GD Constable) পদে পরীক্ষায় বসতে গেলে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম মাণ উত্তীর্ণ হওয়াটা বাঞ্ছনীয় ৷ চাকরি প্রার্থীদের বয় হতে হবে ১৮ থেকে ২৩ বছর ৷

এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষার ধাঁচটি এক নজরে, মোট পরীক্ষা ১০০ নম্বরের জেনারেল ইন্টেলিজেন্স, সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি অথবা হিন্দি ২৫-২৫ নম্বরের জিজ্ঞাসা করা হয়ে থাকে ৷

পরীক্ষার মোট সময় ১.৫ ঘণ্টা ৷ বিশেষ ভাবে সক্ষম ও প্রাক্তন কর্মীদেরকাট অফ ৩৫ শতাংশ, তপশিলি জাতি উপজাতির ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের জন্য সেটি ৩৩ শতাংশ, সিবিটি পরীক্ষা সম্ভবত ২ অগাস্ট ২০২১ ৷

Join Our WhatsApp Group For New Update
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments