HomeGovt Schemesবিজ্ঞানীরা এমন এক ধরনের ব্যাটারি আবিষ্কার করলেন, যেটি চলবে ২৮০০০ বছর,

বিজ্ঞানীরা এমন এক ধরনের ব্যাটারি আবিষ্কার করলেন, যেটি চলবে ২৮০০০ বছর,

বিজ্ঞানীরা এমন এক ধরনের ব্যাটারি আবিষ্কার করলেন যেটি চলবে ২৮০০০ বছর,


যে ব্যাটারী চলবে ২৮০০০ বছর!

সানফ্রান্সিসকোর একটি কোম্পানি, এনডিবি বা “ন্যানো ডায়মন্ড টেকনোলজি” একটি নতুন ধরনের ব্যাটারি বাজারে ছাড়ার কথা জানিয়েছেন। এই ব্যাটারীর মূল উপাদান রেডিও নিউক্লিয়ার ওয়েস্ট আর ডায়মন্ড। একটি ব্যাটারির গড় আয়ু ২৮০০০ বছর।


এর ফলে কি হতে পারে?

এমন স্মার্টফোন বা গাড়ী যা কোনদিন চার্জ না করলেও চলবে। এমন মিলিটারী ড্রোন বা এয়ার ভেহিকল যা সব সময় আকাশে উড়ছে। এমন পেস-মেকার যা আর রিপ্লেস করতে হবে না কোনদিন।

আরো পোস্ট: বাঙালিরা সব দিক থেকে এগিয়ে, আবারো প্রমাণ করলেন এই বাঙালি বিজ্ঞানী , জানুন কিভাবে

২০১৮ সালে ব্রিস্টল ইউনিভার্সিটির ক্যবট ইনস্টিটিউটে বিজ্ঞানীরা এই ধরনের ব্যাটারির প্রথম ডেমো দেন। এই ব্যাটারিতে রেডিও অ্যাক্টিভ “নিকেল-৬৩” আর “সিনথেটিক ডায়মন্ড” ব্যবহার করা হয়। “এনডিবি”র ব্যাটারীর রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল গুলো অবিশ্যি আলাদা আর এর চার্জ ডেনসিটিও আরো অনেক বেশি।

দেখা যাক এর পর কি হয়। এই টেকনোলজি সফল হলে চীনের “মেগা লিথিয়াম ইনভেস্টমেন্ট” এর কি দশা হয়,সেটা দেখার জন্য অসীম আগ্রহ নিয়ে অপেক্ষা করব।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular