Samsung Galaxy A22 5G: coming soon phone market, Samsung A22 gets Bluetooth certification

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Samsung Galaxy A22 at 4g & 5G


su 2


Samsung Galaxy A22 5G: শীঘ্রই বাজারে আসেছে Samsung A22 |

Samsung-র New Model Bluetooth ব্লুটুথ সার্টিফিকেশন সাইটেও দেখা গেল ।

Bluetooth Special Interest Group এ সার্টিফিকেশন পেয়েছে Samsung-র এই New Model |  একই Model-র 5G-র-পাশাপাশি 4G Model আনছে Company।

Group Cards
Google News View Now

Bluetooth Special Interest Group-র সার্টিফিকেশনে 5 Types Variant দেখা গিয়েছে ফোনের। মনে করা হচ্ছে, বিভিন্ন দেশের জন্য এই Variant Listing করা হয়েছে।

Samsung A22-এর Specification:

Samsung Galaxy A22 5G: নতুন মডেলে Waterdrop notch থাকবে Samsung-র। Phone-র Chin Area একটু বড় হতে পারে। Rear Camera-র ক্ষেত্রে পিছনে Square module আনা হয়েছে।

Three rear cameras Set Up থাকবে ফোনে। যার মধ্যে অন্যতম 46 megapixels-র Main sensor।

ফোনে এ ছাড়াও দেওয়া হয়েছে 5 megapixels-র Macro lens | তিন নম্বর camera module এ থাকতে পারে 2 megapixels-র Depth sensing camera।

6.4 inches-র Full HD LCD display থাকতে পারে Samsung-র নতুন এই মডেলে। তবে Qualcomm Snapdragon-র Processor-র পরিবর্তে দেওয়া হয়েছে MediaTek Dimension 700 chipset। ফোনে থাকবে 5000 mAh battery। পাশাপাশি থাকছে 15 watt fast charging support। সব মিলিয়ে ফোনের ওজন 205 Gram | 9 mm পুরু হবে এই Phone।

Samsung A22 4G Specification:

Samsung A22 4G-র দেখতে একইরকম হলেও Specification আলাদা। 4G মডেলে রয়েছে 4 Camera |

48 Megapixel-র Main Camera-র সঙ্গে দেওয়া হয়েছে 5 Megapixel-র Ultra wide lens।

পাশাপাশি 2 Megapixel-র Depth sensing-র সঙ্গে দেওয়া হয়েছে 2 mega macro shooter।

তবে দুটো ফোনেই থাকছে 13 megapixels-র Selfie Camera । তবে এসবই 91 Liked renders of mobile sites অনুযায়ী Specification ।

নতুন করে Bluetooth Special Interest Group সার্টিফিকেশন পেয়েছে Samsung-র এই New Model।

টিপস্টার মুকুল শর্মাই প্রথম এই Bluetooth certification-র খবর প্রকাশ্যে আনেন।

Samsung A22 5G ও 4G Model আনছে Company।

বর্তমানে এ সিরিজে এই Design Language জারি রাখবে Company। প্রায় একই রকম দেখতে ফোনের Two Model।

তবে Phone Unlock করতে গেলেই ধরা পড়বে Difference। Samsung A22 5G-র ক্ষেত্রে ডানদিকে দেওয়া হয়েছে Fingerprint Mounter।

4G Model in-display fingerprint scanner দিয়েছে কোম্পানি। চার রঙে Black, light purple, green and white পাওয়া যাবে Samsung A22 5G ও 4G। June-ই আত্মপ্রকাশ ঘটতে পারে নতুন এই ফোনের।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here