Windows Proxy Server Student-দের সাথে এর পরিচয় অনেক | জানুন বিস্তারিত | By Swastika & Deep - April 15, 2021 FacebookTwitterPinterestWhatsApp WhatsApp Group Join Now Instagram Profile Join Now YouTube Channel Subscribe Proxy Server Students are very familiar with it Learn more | ‘Friend আমার proxy টা দিয়ে দিস’ | এখানে proxy মানে ক্লাসে অনুপস্থিত থেকে অন্য কাউকে দিয়ে Attendance দেয়া। ঠিক সেরকমই proxy server অন্যের জন্য কাজ করে থাকে | User & Internet-র মাঝে proxy server একটি Medium হিসেবে কাজ করে। আপনি Internet এ কিছু Search করবেন | As example, আপনি Search করলেন “Cristian Ronaldo” আপনার এই request internet এ সরাসরি যাবে না | যাবে আরেকটি Computer হয়ে যেটা proxy server নামে পরিচিত। Net থেকে Ronaldo-র যাবতীয় Data আবার proxy server হয়ে আপনার Device এ আসছে। অর্থাৎ, আপনি Internet-র সাথে সরাসরি যোগাযোগ করছেন না| কিন্তু আপনাকে সাহায্য করছে proxy server | জেনে নিন তার দরকারগুলি কি কি ? 1. এটা Firewall এর একটি Part হিসেব কাজ করে। যা Internet-র Malware, Spyware Virus থেকে নিরাপত্তা দেয় । Group Cards Google News View Now Facebook Page Visit Page 2. Cache Memory হিসেবে কাজ করে | ধরুন আপনি একটি Site বারবার Search করেন। First time Visit এর পর Site Copy proxy server এ Save করা থাকে | যাতে ভবিষ্যতে ওই একই Site Browse করলে তাড়াতাড়ি চলে আসে। 3. বিভিন্ন Content Geographical Restriction দেয়া থাকে| ভারতের যেকোনো জায়গা থেকে proxy server এ যুক্ত হয়ে Excess করতে পারবেন। 4. Anonymous ভাবে Browse করতে পারবেন। সবার একটা IP address থাকে যেটা দিয়ে Internet এ আপনাকে শনাক্ত করা সম্ভব। কিন্তু proxy server এর কারনে Request সরাসরি আপনার IP address থেকে না গিয়ে proxy server থেকে যায় | যার ফলে Privacy Protected থাকে। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । WhatsApp Group & Google News Flow WhatsApp Group Join Now Google News View Now