Rabindranath Tagore: poems, essays, and short stories
Rabindranath Tagore | ঠিক যেন রবীন্দ্র নাথ ঠাকুর | সাদা লম্বা দাড়ি, ঘার অব্দি নেমে আসা ঢেউ খেলানো সাদা চুল | Kolkata-র রাস্তায় দেখা হয়ে যেতেই পারে এই মানুষটির সঙ্গে। তবে কবিগুরু ভেবে আবার ভুল করে ঘাবড়ে যাবেন, যদি তিনি সামনে আসেন । কারণ কবিগুরু কোনও রকম সম্পর্ক নেই এই ব্যক্তির সঙ্গে । ইনি BSNL-এ কর্মরত হেদুয়ার বাসিন্দা Somnath Bhadra | যে কেউ ভুল করবেন মুহূর্তে, হঠাৎ করে দেখলে ।
সোমনাথ বাবু ছোটবেলা থেকেই Rabindranath Tagore-কে আদর্শ মেনেছেন | বাঙালির মত তিনিও কবিগুরুর গান শুনে বড় হয়েছেন। তবে বড় হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন, তাঁর চেহারার সঙ্গে এক কাকতালীয় মিল রয়েছে বাঙালির প্রাণের গুরুর। একটা সময় নিজের দাড়ি কেটে ফেলতে চেয়েছিলেন সোমনাথ বাবু | তবে বেলুড় মঠের এক সন্ন্যাসী তাঁকে দাড়ি না কাটার জন্য Request করেন। বহু বছর সেই সন্ন্যাসীর কথা রেখে দাড়ি কাটেননি সোমনাথ বাবু | শোনা যায়, বিশ্বে কবিগুরুর ডুপ্লিকেট নাকি সাত জন মানুষকে পাওয়া যায় |
Read More: NASA news, to send people to the moon Project |
For Further Details: https://en.wikipedia.org/wiki/Rabindranath_Tagore
আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |