This Smartphone can talk like a human being Google’s new technology LaMDA |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

LaMDA: Google takes a new conversation with the help of AI | hey google hey google



What is Google Assistant? hey google hey google |

Google New Technology নিয়ে হাজির হল Artificial Inteligence-কে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করতে । প্রত্যেক কথায় নতুন প্রসঙ্গ উঠে আসার সম্ভাবনা থাকে , যখন মানুষ একে অপরের সঙ্গে কথা বলেন। এবার Google Assistant-এর Robot-ও মানুষের মতোই Conversation চালিয়ে যেতে পারবে।

 এই জন্যই ‘Language Model for Dialogue Applications’ বা LaMDA নামক New Technology নিয়ে এসেছে Google। যুগান্তকারী এই Technology Use করে AndroidPhone, Smart Speaker, গাড়ি-সহ বিভিন্ন ডিভাইসে Google Assistant-এর সঙ্গে মানুষের মতোই Conversation চালিয়ে যাওয়া যাবে।

LaMDA Use করেই আপনার সঙ্গে Conversation চালিয়ে যেতে পারবে Google Assistant।

Google News View Now

How is such an impossibility possible?

এতদিন Google Assistant-কে Weather সম্পর্কে জিজ্ঞাসা করলে, শুধুই Temperature and humidity-র পরিমাপ জানিয়ে দেওয়া হত।

এবার থেকে আপনি Google Assistant-কে শুধু Weather কেন, যে কোনও বিষয় সম্পর্কে Question করলে সে শুধুই Answer দেবে না।

মানুষের মতোই আপনার সঙ্গে Conversation চালিয়ে যাবে সে।এই LaMDA-র সাহায্যে যেমন খুশি আলোচনা সে আপনার সঙ্গে করবে ।

তার ফলেই দৈনন্দিন বিভিন্ন Question-র Answer আরও Normal ভাবে, Robot-র থেকেও বেশি একজন মানুষের মতো দিতে পারবে Google Assistant।

Ex: Weather-র কথা জিজ্ঞাসা করলে Temperature বেশি থাকলে, সঙ্গে Water Bottol রাখার পরামর্শ দিতে পারে Google Assistant।

আবার সন্ধ্যার দিকে Temperature কমার সম্ভাবনা থাকলে, আপনাকে কোনও ভালো Resturant যাওয়ার পরামর্শও দিতে পারে সে। সেখান থেকে Food Menu নিয়েও শুরু হতে পারে Conversation।

Google জানিয়েছে, মানুষের Conversation-র জন্যই LaMDA-র সাহায্য নেবে Google।

কোনও একটি TV Seriesনিয়ে কথা শুরু করে, কোথায় সেই Serise-র Shooting হয়েছে এবং সেই Series-র যাবতীয় খুঁটিনাটি পর্যন্ত আলোচনায় উঠে আসতে পারে। এমনকি যে দেশে Shooting হয়েছে, সেখানকার Food, art-culture – এত গভীরেও আলোচনা গড়াতে পারে। LaMDA-র সাহায্যে আর দশটা মানুষের মতোই কথা এগিয়ে নিয়ে যেতে সক্ষম Google Assistant।

Read More: No oximeter at home? Smartwatch will always work to measure oxygen

What technology has been used for LaMBDA?

বহু বছরের Research-র ফলে তৈরি হয়েছে Conversation-র Skill LaMDA।

যদিও মানুষের মতো কথা বলার জন্য Specially এই Technology তৈরি করা হয়েছে। যত দিন যাবে ততই উন্নত হবে এই Technology।

আরও Attractive Answer দেওয়ার জন্য LaMDA-কে নিয়মিত প্রশিক্ষণ দিতে থাকবে Google।

For Further Details: https://www.jovo.tech/tutorials/host-google-action-on-lambda

 

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here