Online GATE coaching classes for engineering students for free

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Start free GATE coaching from online



online gate coaching: Indian Institute of Science (IISc), Indian Institute of Technology (IIT) এবং National Institute of Technology-র (NIT)-র মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির Technical Education Quality Improvement Program (TEQIP) Engineering-এ Pan-India Free Online Graduate Aptitude Test শুরু করেছে। যাকে এককথায় বলা হয় GATE Exam। এই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য 16th April একটি YouTube Channel-র মাধ্যমে Free কোচিং ক্লাস শুরু করা হয়েছে।

Read More: NIT Durgapur made Oxygen Concentrator at half price

এই Channel-র Lecturer-রা সকলেই M. Tech/ M.S/Ph.D করেছেন IISC/IITs/NITs থেকে। এদের মধ্যে বেশিরভাগ Lecturer-রা 3 Years ধরে Government Engineering কলেজে শিক্ষকতা করছেন।

Google News View Now

Covid-19 অতিমারীর মধ্যে GATE Student-দের প্রস্তুত করার জন্য একটি effort নেওয়া হয়েছে। যার নাম “Let’s crack the GATE”।

45 Days-র এই Crush course 24th May থেকে শুরু করা হচ্ছে। Student-দের যোগ্যতার উপর ভিত্তি করে বাছাই করা হবে।

Read More: আপনি কি Brilliant App ব্যবহার করেন ? জানুন এর সুবিধা কী কী |

এই উদ্যোগের মাধ্যমে Faculty-রা Student-দের শেখাবেন কী ভাবে GATE এবং অন্যান্য Competitive examination উত্তীর্ণ হওয়া যায়।

Read More: Elon Musk’s Satellite Broadband Internet

এর পাশাপাশি Faculty-রা Syllabus, Pattern ,পরীক্ষার আয়োজনকারী প্রতিষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

এছাড়াও বিভিন্ন Exam-র Previous Experience এবং Process গুলিও আলোচনা করা হবে।

Read More: Keep online writing in your pocket

Faculty-দের Education Ministry প্রশিক্ষণ দিয়েছে | যাতে তাঁরা পিছিয়ে পড়া Poor Student-দের Technically শিক্ষার মান বাড়িয়ে তুলতে পারেন।

Read More: Register for 18+Covid-19 vaccinations

TEQIP-র Teacher-রা সারা India-তে ছড়িয়ে রয়েছেন। Different Language এ কথা বলতে পারেন। ফলে Regional language তেও পড়াতে পারবেন। Faculty-দের বিশ্বাস, যে সকল Student-রা বেশি টাকা দিয়ে কোচিং ক্লাস ভর্তি হতে পারেন না, তাঁদের জন্য এই effort কাজে আসবে | কারণ বিনামূল্যে তাঁরা কোচিং ক্লাস করতে পারবেন। এবং এখানে তাঁদের উচ্চমানের শিক্ষা ও অভিজ্ঞতা  হবে।

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here