HomeGovt SchemesOne Nation One Ration Card portal online: পশ্চিমবঙ্গেও চালু হল এক দেশ...

One Nation One Ration Card portal online: পশ্চিমবঙ্গেও চালু হল এক দেশ এক রেশন কার্ড, কী সুবিধা পাবেন সাধারণ মানুষ? জানুন বিস্তারিত |

One Nation One Ration Card portal online: পশ্চিমবঙ্গেও চালু হল এক দেশ এক রেশন কার্ড, কী সুবিধা পাবেন সাধারণ মানুষ? জানুন বিস্তারিত |

One Nation One Ration Card apply online: One Country One Ration Card scheme declared in West Bengal


One Nation One Ration Card apply online: West Bengal এও চালু হল ‘One Nation One Ration’ | Suprime Court এই বিষয়ে নির্দেশ আগেই দিয়েছিল। এ বার Notice জারি করে এই rules apply করার কথা জানিয়ে দিল নবান্ন।

নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, যে পরিযায়ী শ্রমিকদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে |, তাঁরা যাতে সহজে দেশের যে কোনও রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে পারেন, সেই দিকে নজর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের রেশনকার্ড যদি সঠিক তালিকাভুক্ত থাকে, তা হলে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন পাবেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে, যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড Link করা আছে, কেবলমাত্র তারাই এই সুবিধা নিতে পারবেন । তবে রেশন তোলার সময় আধার ভিত্তিক যে বায়োমেট্রি দিয়ে রেশন তুলতে হবে |

Read More: International Friendship Day 2021: Date, History, Significance and Facts

নবান্ন রেশন ডিলারদেরও এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে । বলা হয়েছে, EPS online portal  এ রেশন দোকানে সব Transaction Upload করতে হবে। অর্থাৎ সরকারের কাছে স্পষ্ট হিসাব দিতে হবে।

 

এই পোর্টালের মাধ্যমেই খেয়াল রাখা হবে যে মানুষেরা রাজ্যের বাইরে অন্যত্র রেশন দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী তুলতে চাইছেন, তাদের ওপর। এছাড়া যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছেন তাদের ও হিসাব রাখতে হবে এই পোর্টাল এর মাধ্যমে |

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular