Washing Machine আমরা অনেকেই ব্যবহার করি | কিন্তু তাকে বেশিদিন ভালো রাখতে গেলে কি কি করা উচিত জেনে নিন |পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Washing Machine আমরা অনেকেই ব্যবহার করি | কিন্তু তাকে বেশিদিন ভালো রাখতে গেলে কি কি করা উচিত জেনে নিন |পড়ুন বিস্তারিত |(Many of us use washing machine But what to do if you want to keep him well for a long time. Read more)

Smart Update24, by Swastika Paul

washing machine 1


নিয়মিত Clean করা : নিয়মিত Washing machine Clean করা উচিত। কোথাও ময়লা জমলে নরম brush দিয়ে ঘসে তুলে দেওয়া উচিত। মেশিনের ভিতরে ময়লা জমলে তার আয়ু কমতে থাকে।


ভেজা পোশাক সরিয়ে ফেলা : ভেজা পোশাক মেশিনের ভিতরে একেবারেই জমিয়ে রাখা উচিত নয়। তাতে যেমন জামাকাপড়ের ক্ষতি হয়, তেমনই ক্ষতি হয় যন্ত্রটিরও। জলের দাগ ধরে যায়। যন্ত্রটির আয়ু কমে। এখন New Technology -র ‘Smart Washing Machine’ এসেছে। এই ধরনের মেশিন smart phone -র app মারফত জানিয়ে দেয়, কাচা হয়ে গিয়েছে কি না। ব্যবহারকারীকে জানাতে থাকে ভেজা কাপড় সরিয়ে নেওয়ার জন্য।

Group Cards
Google News View Now

পকেট খালি রাখা : মেশিনে দেওয়ার আগে জামাকাপড়ের পকেট অবশ্যই খালি করা উচিত। তার মধ্যে যদি ধাতব জিনিস থেকে যায়, তবে তা মেশিনের ক্ষতি করতে পারে।


সাবানের ব্যবহার কমাতে হবে : এমনটা নয় যে বেশি সাবান কাপড় বেশি পরিষ্কার করবে । বরং তাতে যন্ত্রে কাচা কাপড়েএকরকম বিচ্ছিরি গন্ধ হয়। যন্ত্রটিরও ক্ষতি হয়। কারণ অতিরিক্ত সাবান ধুতে যন্ত্রকে বেশি পরিশ্রম করতে হয়।


প্লাস্টিক জিনিস থেকে সাবধান : মেশিনে কাপড় শুকনোর সময় তার সঙ্গে যেন প্লাস্টিক বা রাবারের কিছু না থাকে। এই যন্ত্রে বাষ্পের সাহায্যে কাপড় শুকানো হয়। ওই বাষ্পের তাপে প্লাস্টিক বা রাবারের জিনিস গলে যেতে পারে। সেগুলো যন্ত্রের গায়ে আটকে যেতে পারে। এগুলো Washing Machine -র আয়ু কমিয়ে দেয়।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন । বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । পুরো পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here