HomeGovt SchemesCoronavirus: করোনা আবহেই হতে পারে মাধ্যমিক পরীক্ষা? প্রস্তুতি শুরু করল পর্ষদ

Coronavirus: করোনা আবহেই হতে পারে মাধ্যমিক পরীক্ষা? প্রস্তুতি শুরু করল পর্ষদ

করোনা আবহে রাজ্যের সমস্ত সরকারি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলেও মাধ্যমিক পরীক্ষার (Madhyamik examination) প্রস্তুতি সেরে রাখছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। কারণ, মাধ্যমিক পরীক্ষা বাতিল হওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়নি।

তাই পর্ষদ চাইছে, নিজেদের মতো করে প্রস্তুতি সেরে রাখতে। এমনিতে মাধ্যমিকের মতো বড় পরীক্ষার ক্ষেত্রে অনেক আগে থেকে প্রস্তুতি সেরে রাখা হয়। তার উপর এবার করোনা (Coronavirus) পরিস্থিতিতে পরীক্ষার আয়োজন করতে হবে। সেক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। সেকারণেই এখন থেকে প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।

সরকার যদি পরীক্ষার অনুমতি দেয় তাহলে আগামী ১ জুন থেকে ১০ জুনের মধ্যে শুরু হতে পারে মাধ্যমিক পরীক্ষা। সেক্ষেত্রে পুরো পরীক্ষা প্রক্রিয়াটিই হবে করোনা বিধি মেনে। পরীক্ষার্থী, পরীক্ষক বা পর্যবেক্ষক সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক।

পরীক্ষাকেন্দ্রে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়ে কোনও উদাসীনতা বরদাস্ত করা হবে না। শারীরিক দূরত্ব বজায় রাখতে গতবারের তুলনায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। প্রতিটি শিক্ষাকেন্দ্রে সর্বনিম্ন ২০০ জন থেকে সর্বোচ্চ ২৫০ জনের পরীক্ষা নেওয়া হবে। ৮ ফুট লম্বা বেঞ্চের দু’ধারে ২ জন করে বসবেন। সতর্কতার জন্য গ্লাভস পরে প্রশ্নপত্র দেবেন শিক্ষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular