HomeGovt SchemesLockdown period may increase in the state? The final decision is tomorrow

Lockdown period may increase in the state? The final decision is tomorrow

আগামিকাল নবান্নে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

রাজ্যে বাড়তে পারে লকডাউনের মেয়াদ? চূড়ান্ত সিদ্ধান্ত কাল

দেশে ক্রমশই কমছে করোনা (covid-19) আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রাজ্যেও (West Bengal) করোনার গ্রাফ নিম্নমুখী।  করোনা সংক্রমণ রুখতে ১৫ জুন পর্যন্ত জারি হয়েছিল লকডাউন (Lock Down)। কিন্তু যেহেতু আক্রান্তের সংখ্যা এখন আগের তুলনায় অনেকটাই কম তাই লকডাউন কি বাড়ানো হবে? তা নিয়ে জল্পনা চলছে রাজ্যবাসীর মধ্য়ে। এরই মধ্য়ে শোনা গেল সোমবার, অর্থাৎ আগামিকাল নবান্নে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন লকডাউন (Lock Down) তুলে নিলেও সম্পূর্ণ ছাড় দেওয়া এখনই উচিত নয়।  কিছু কিছু ক্ষেত্রে বিধি নিষেধ আরোপিত থাকা প্রয়োজন। কারণ টানা লকডাউন করোনা সংক্রমণের চেইন অনেকটাই ভাঙতে কার্যকর হয়েছে। তাই এই মুহূর্তে সম্পূর্ণ ছাড় দিলে ফের বাড়তে পারে সংক্রমণ। অনেক বিশেষজ্ঞ ও প্রশাসনিক কর্তাদেরও তাই মত। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত মাসের শেষের দিকেই রাজ্য় সরকারের তরফে করোনা সংক্রমণ রুখতে লকডাউন বাড়ানো হয়। তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কড়া বিধি নিষেধ জারি করে করোনা সংক্রমণ বেশ কিছুটা কমানো গিয়েছে। তাই এর মেয়াদ কিছুটা বাড়ানো হল। আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” তার আগে ৩০ মে পর্যন্ত রাজ্য জুড়ে বিধিনিষেধ জারি করা হয়েছিল।

করোনার পরিস্থিতির উপর নজর রেখে নিষেধাজ্ঞার মেয়াদ কিছুটা বাড়ানো হল। দ্বিতীয় দফার লকডাউনে ছাড় দেওয়া হয় পাটশিল্প এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে।  এবার যদি নিয়ন্ত্রণ শিথিল করা হয় তবে কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।  তবে পরিবহন ক্ষেত্রে ইতিমধ্যেই কিছুটা ছাড় দেওয়া হয়েছে। পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলে চালু হয়েছে দূরপাল্লার ট্রেন। যদিও লোকাল ট্রেন চালানোর বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

শনিবার স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, করোনার (COVID-19) দৈনিক সংক্রমণে এখনও সবচেয়ে এগিয়ে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৯৩।  মৃত্যু হয়েছে ১৯ জনের। তারপরই রয়েছে কলকাতা।

গত ২৪ ঘণ্টায় এখানে সংক্রমিত হয়েছেন ৪০১ জন। মৃত্যু হয়েছে ১৪ জনের।  রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৮ শতাংশ। উল্লেখ্য, করোনা যুদ্ধে এগিয়ে রয়েছে পুরুলিয়া।  এখানে গত ২৪ ঘণ্টায় মাত্র ৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular