HomeGovt SchemesJobs in IT Sector: 1 lakh college graduate jobs | TCS, Wipro,...

Jobs in IT Sector: 1 lakh college graduate jobs | TCS, Wipro, Infosys Jobs

Jobs in IT Sector: ১ লক্ষ কলেজ স্নাতককে চাকরি! সুখবর শোনাল টিসিএস, উইপ্রো, ইনফোসিস

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই নবাগতদের সুযোগ করে দিতে চাইছে তিন সংস্থা (Jobs in IT Sector)৷

Jobs in IT Sector: করোনা অতিমারির মধ্যে চাকরির বাজারে মন্দা৷ এরই মধ্যে সুখবর দিল ভারতের তিন বৃহৎ তথ্যপ্রযুক্তি সংস্থা৷ চলতি অর্থবর্ষেই টাটা কনসালটেন্সি সার্ভিস, ইনফোসিস এবং উইপ্রো সম্মিলিত ভাবে ১ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ করবে বলে খবর৷ মূলত কলেজ স্নাতক বা চাকরি ক্ষেত্রে নবাগত দেরই সুযোগ দেওয়া হবে বলে তিন সংস্থা সূত্রে খবর৷

করোনার দ্বিতীয় ধাক্কা কাটিয়ে উঠে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে এই নবাগতদের সুযোগ করে দিতে চাইছে তিন সংস্থা৷ চলতি অর্থবর্ষের শুরুতে কর্মী নিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে পিছিয়ে ছিল এই সংস্থাগুলি৷ কিন্তু অর্থবর্ষের প্রথম তিন মাসের পর সেই ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে৷

প্রথম তিন মাসেই তিন সংস্থা সম্মিলিত ভাবে ৪০ হাজার নতুন কর্মী নিয়োগ করেছে বলে জানা গিয়েছে৷ এপ্রিল থেকে জুন মাসের মধ্যে উইপ্রো ১২ হাজার নতুন নিয়োগ করেছে৷ ইনফোসিস ৮৩০০ এবং টিসিএস ২০ হাজার নতুন চাকরি দিয়েছে৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular