বিশ্বের সবচেয়ে সস্তার AC কোচের যাত্রা শুরু করল Indian Railway । পড়ুন বিস্তারিত |

0
107
WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

 বিশ্বের সবচেয়ে সস্তার AC কোচের যাত্রা শুরু করল Indian Railway । পড়ুন বিস্তারিত |(Indian Railways launches world’s cheapest AC coach Read more)

Smart Update24, by Swastika Paul


Indian Railway | শীঘ্রই দেশের বেশিরভাগ Express ও Mail Train আসছে নতুন AC-3 Tier economy ক্লাসের কোচ। কাপুরথলা railway coach factory থেকে শুক্রবার trial run শুরু শুক্রবার ।


লখনউতে  Research Design & Standard Organization এই সংক্রান্ত ট্রায়াল করবে বলে জানানো হয়েছে।

Google News View Now

Link Hoffman Bush (LHB) প্রোটোটাইপের উপর ভিত্তি করে কোচের নকশা তৈরি করা হয়েছে। যাত্রীদের আরামের উপরেও নজর দেওয়া হয়েছে।


নকশায় অদলবদলের ফলে বেড়েছে বার্থ সংখ্যা। High voltage electric switch গিয়ারের জায়গা বদলানোর ফলে অতিরিক্ত 11 জনের বসার ব্যবস্থা করা গিয়েছে। নতুন AC-3 Tier কোচে রয়েছে 83 টি বার্থ। ফলে যাত্রীদের সিট পেতে সুবিধা হবে |


অনেকসংখ্যক যাত্রী যাতায়াত করবেন। পাড়ি দেবেন দূরপাল্লার পথ। তাই তাঁদের আরাম ও স্বাচ্ছন্দ্যবোধে কোনও খামতি রাখেনি Indian Railway । মোট 83 টি বার্থের প্রতিটিতেই থাকছে AC ভেন্ট। ফলে দমবন্ধ লাগার কোনও সম্ভাবনা নেই।


শুধু তাই নয়, প্রতিটি বার্থেই থাকছে একটি Reading Light। সেই সঙ্গে Mobile Charging Point । তাছাড়া টুকটাক খাওয়াদাওয়ার জন্যSnax table, Water bottle holder , Mobile phone holder , Magazine holder থাকছে প্রত্যেকের। নকশায়  কিছু রদবদল করা হয়েছে | বেড়ে গিয়েছে Floor Space।


Middle & Upper বার্থে অনেক সময়ে একটু লম্বা যাত্রীদের Head space -র সমস্যা হয়। সেদিকেও নজর দেওয়া হয়েছে ।  রাতে কোনও কারণে উঠলে অন্ধকারে নিজের বার্থ খুঁজে পেতে একটু সমস্যা হয়। সেটাও দূর করেছে রেল। থাকছে বার্থ  Indicator ও বার্থ no. , যেটা রাতে জ্বলজ্বল করবে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here