Recruitment 2021: Bumper vacancies in Indian Army, check details here
Indian Army একাধিক জায়গায় নিয়োগ সমাবেশের আয়োজন করছে। এবার মহারাষ্ট্রের আহমেদনগরের রাহুরির Mahatma Phule Krishi Vidyapeeth এ চলতি বছরের 7-23rd September এএই নিয়োগ সমাবেশ পরিচালনা করা হবে।
Soldier General Duty, 8th and 10th Class পাস Soldier Tradesman, Soldier Technical, Aviation/ Ammunition Examiner, Soldier Nursing Assistant বা Nursing Assistant Veterinary- এই পদগুলির থেকে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে।
9th July,2021 তারিখ থেকে এই Recruitment assembly-র Online Registration শুরু হয়ে গিয়েছে | এর জন্য ইচ্ছুক প্রার্থীদের Indian Army-র অফিসিয়াল ওয়েবসাইট (https://joinindianarmy.nic.in/index.htm) Visit করুন ।
মূলত Ahmednagar, Latur, Bid, Osmanabad, Pune and Solapur-র জন্য এই recruitment process অনুষ্ঠিত হবে। Last date of application 22 August 2021।
Read More: Methane: Saturn’s moon Enceladus survives, clear picture of NASA spacecraft
Indian Army-র তরফ থেকে জানানো হয়েছে যে24th August,2021 তারিখ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে Log in করে প্রার্থীরা Admit Card Download করে নিতে পারবেন।
এছাড়াও Registered E-mail ID -তে 24th August-5th September 2021 তারিখের মধ্যে Admit পাঠিয়ে দেওয়া হবে। যোগদানের সময়ে এই Admit Card, Covid Free Certificate, Covid Recovery Certificate, Face Mask and Gloves সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এছাড়া Women Military Police, General duty-র জন্য Ambala, Lucknow, Jabalpur, Belgaum, Pune and Shillong এ খুব তাড়াতাড়িই Recruitment শুরু হবে | জানা গিয়েছে যে 20th July,2021 তারিখ থেকে এর Registration শুরু হবে। বেছে নেওয়া হবে 100 জন উপযুক্ত প্রার্থীকে, পরে তাঁদের বসতে হবে Common entrance exam এ।
এছাড়া Srikakulam, Vijayanagar, Visakhapatnam, East Godavari, West Godavari, Krishna, Yanam – অন্ধ্রপ্রদেশের এই 6টি জেলার প্রার্থীদের জন্য সমাবেশ পরিচালনা করবে Army Department। আগামী 16-31st August পর্যন্ত বিশাখাপত্তনমের Indira Priyadarshini Stadium এ recruitmet process চলবে। Application form 3rd August পর্যন্ত জমা দেওয়া যাবে।