HomeGovt SchemesHow to Save Mobile Data on Your Android Smartphone

How to Save Mobile Data on Your Android Smartphone

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Mobile Data অন করতেই নিমেষে সব শেষ? Android ফোনে ডেটা বাঁচানোর (Save) সহজ ট্রিকস, জানুন

Save Mobile Data: অতিমারির সময়ে অনলাইনে ক্লাস থেকে শুরু করে ওয়ার্ক ফ্রম হোম – পুরোটাই ইন্টারনেটে। যে কারণে ব্যাপক পরিমাণে ইন্টারনেটের প্রয়োজনীয়তা উদ্ভূত হয়েছে হালফিলে। অনেকে ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করছেন। অনেকে আবার মোবাইল ডেটাতেই জরুরি কাজ সেরে নিচ্ছেন।

কিন্তু, প্রতিদিন বা প্রতিমাসে সীমিত ডেটা থাকার কারণে, সকলকেই প্রায় ডেটা ব্যবহারের আগে একবার ভাবতে হয়। কতটা ব্যবহার করলে, কতটা বাঁচিয়ে রাখা যাবে, এমনই সব নানাবিধ চিন্তা। তবে, আপনি চাইলে সহজ কিছু ট্রিকসের সাহায্যে Android স্মার্টফোনে Save Mobile Data অনেকটাই বাঁচিয়ে রাখতে পারে। কী ভাবে, জেনে নিন।

অটোআপডেট বন্ধ করুন

Google Play Store থেকে সব অ্যাপ অটো আপডেট বন্ধ করুন। অথবা শুধুমাত্র WiFi-এর মাধ্যমে অ্যাপ আপডেটের অপশন এনাবল করতে পারেন। এর ফলে, শুধুমাত্র কোনও WiFi নেটওয়ার্কে কানেক্টেড হলেই ফোনের অ্যাপগুলি আপডেট হবে। পাশাপাশিই, মোবাইল ডেটার উপর নির্ভর করে অ্যাপ আপডেটও বন্ধ হবে, যা আপনার ফোনে অনেকটাই মোবাইল ডেটা বাঁচাতে সাহায্য করবে।

কী ভাবে করবেন?

  • Google Play Store ওপেন করুন।
  • Settings-এ গিয়ে Auto-update apps সিলেক্ট করুন।
  • এর পরে Don’t auto-update apps অথবা Over Wi-Fi only সিলেক্ট করুন।
  • ডেটা সেভার এনাবল করুন।

এছাড়াও, সব অ্যান্ড্রয়েড ফোনেই রয়েছে ডেটা সেভার ফিচার। এই মোড এনাবল করলে আপনার ফোন স্লিপ মোডে চলে যাবে, যা ব্যাটারি বাঁচাতে সাহায্য করে। এই মোড এনাবল করলে আর কোনও অ্যাপ, ব্যাকগ্রাউন্ড ডেটা ট্রান্সফার করতে পারবে না।

Google News View Now

কী ভাবে করবেন?

  • আপনার স্মার্টফোনের Settings-এ গিয়ে Network and Internet অপশনে ক্লিক করে Data Saver ওপেন করুন।
  • এখানে আপনি ডেটা সেভার এনাবল করার টগল পাবেন।
  • এছাড়াও নির্দিষ্ট কোনও অ্যাপে ডেটা সেভার চাইলে, তা পৃথকভাবে সিলেক্ট করতে পারবেন।

More: Harmful effects of smartphones: personal-social life.

এই ফিচারে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ হবে। ফলে আপনার মোবাইল ডেটা বাঁচবে।

অটো সিঙ্ক ডিসেবল করুন

Android ফোনে Auto Sync ডিসেবল করার অপশন রয়েছে। এই ফিচার ব্যবহার করে আপনি সব অ্যাপ সিঙ্ক বন্ধ করতে পারেন। সিঙ্ক বন্ধ হলে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই বাঁচবে।

কী ভাবে অটো সিঙ্ক ডিসেবল করবেন?

  • Settings-এ গিয়ে Accounts ওপেন করুন।
  • এখানে স্ক্রোল ডাউন করে ‘Automatic sync Data’ অপশনটি ডিসেবল করে দিন।
  • এছাড়াও চাইলে নোটিফিকেশন বারে কুইক সেটিংস টগল থেকে এই অপশন বন্ধ করা যাবে।

এই ফিচার আপনার ফোনে অনেক ডেটা বাঁচাতে পারবে। পরে WiFi নেটওয়ার্কে কানেক্ট করলে সিঙ্ক এনাবল করতে পারবেন।

YouTube- ডেটা সেভিং

Video দেখার সময় বিপুল পরিমাণ ডেটা ব্যবহৃত হয়। আর এই অ্যাপের মধ্যেই রয়েছে বিশেষ ফিচার, যা ব্যবহার করে ডেটা ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। দেখে নিন কী ভাবে?

  • YouTube অ্যাপ থেকে Settings ওপেন করুন।
  •  এবার General ট্যাব ওপেন করে Limit Mobile Data সিলেক্ট করুন।
  • এর ফলে আপনি মোবাইল ডেটা ব্যবহারের সময়, আপনার ফোনে ডেটা অপচয় বন্ধ করবে এই অ্যাপ।

    পরে WiFi-এর সঙ্গে কানেক্ট করলে এই ফিচার বন্ধ করে, মোবাইলে YouTube Stream করতে পারেন।

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular