HomeGovt SchemesHis parents left him for she disabled, and his income is now...

His parents left him for she disabled, and his income is now Rs 5 million

Join Our WhatsApp Group For New Update

পঙ্গু বলে ফেলে দিয়েছিলো বাবা-মা, তার আয় এ’খন ৫০ লাখ টা’কা

Disabled: পা ছাড়াই জন্মগ্রহণ করে মে’য়েটি। এ নিয়ে আফসোসের শেষ ছিল না তার বাবা-মায়ের। তাই মাত্র এক সপ্তাহ বয়সেই পঙ্গু (Disabled) মে’য়েকে রাস্তায় ফেলে দেন নিষ্ঠুর বাবা-মা। কিন্তু সেই মে’য়েই একদিন বড় হয়ে সুপার মডেল হবে তা কে জানতো!

২৩ বছর বয়সী এই সুপার মডেলের নাম সেসর। দুই পা না থাকলেও ইচ্ছা আর মনোবলের জো’রেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে এরইমধ্যে চ’মকে দিয়েছেন গোটা বিশ্বকে।

সেসরের জন্ম থাইল্যান্ডে। জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু (Disabled) মে’য়ের বাবা-মা তাকে জন্মের এক সপ্তাহ পরই একটি বুদ্ধ মন্দিরের পাশের রাস্তায় ফেলে চলে যান।

এরপর শি’শু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মা’র্কিন যু’ক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মা’রিয়ান সেসর নামের এক দম্পতি।

Follow on Google News

সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ মে’য়েকে। সেসর আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত মডেল। সেসর জানিয়েছেন, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে ৫০ লাখ টাকা (৬০ হাজার ডলার) আয় করেন।

Join Our WhatsApp Group For New Update
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular