Govt Schemes

পাকিস্থানে অবস্থিত তিনটি হিন্দু মন্দির, যেখানে এখনো পূজা করা হয়

এক সময় ভারতের সঙ্গেই যুক্ত ছিল lকিন্তু, দেশ ভাগের পর হল ভারতের প্রতিবেশী দেশ lআর সেই থেকেই যেন ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দী হয়ে উঠল পাকিস্তান lআর সেই কারণে ভারত-পাক সীমান্তে চলছে অহরহ গোলাগুলি lযা নিয়ে দুই দেশের মধ্যে পারস্পরিক উত্তেজনাও একেবারে চরমে lকিন্তু, জানেন কি, এখনও পাকিস্তানে বেশ কয়েকটি মন্দির রয়েছে l

শুনতে অবাক লাগছে ? কিন্তু, সম্প্রতি একটি সংবাদমাধ্যম এমনই এক তথ্য সামনে এনেছে l

ওই সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানে মাত্র ২ শতাংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছেন l কিন্তু, সেখানে এখনও বেশ কিছু জায়গায় মন্দির রয়েছে l

পরিসংখ্যান বলছে, ১৯৪৭ সালে পাকিস্তানে কমপক্ষে ৩০০টি মন্দির ছিল lকিন্তু, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পর, পাকিস্তানের বেশিরভাগ মন্দির গুঁড়িয়ে দেওয়া হয় l কিন্তু, এখন ও যে কটি মন্দির রয়েছে, হিন্দু এবং শিখ সম্প্রদায়ের মানুষও সেখানে জড়ো হন l

 হিংলাজ মাতা মন্দির (বালোচিস্তান) :

সতীর যে কটি পীঠস্থান রয়েছে, তার মধ্যে অন্যতম হল হিংলাজ মাতা মন্দির lবালোচিস্তানে হিঙ্গল নদীর পাশেই রয়েছে ওই মন্দির lফলে, হিংলাজ দেবী, হিঙুলা দেবী-র মত নানা নামে এই মন্দিরে পূজিত হব দেবী l

কটসরাজ মন্দির (পঞ্জাব প্রদেশ) :

পঞ্জাব প্রদেশের চাকওয়ালে এই মন্দির রয়েছে lচাকওয়ালের ওই মন্দিরের ওই শিব মন্দির অত্যন্ত জাগ্রত বলে কথিত আছে l জানা যায়, পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন, সেই সময় এই মন্দিরে তাঁরা প্রায় ৪ বছর ধরে বসবাস করেছিলেন lএই মন্দিরের মাঝে একটি পুকুর রয়েছে lকথিত আছে, ওই পুকুরে ডুব দিলেই পুণ্য অর্জন করা যায় lশুধু তাই নয়, সতীর মৃত্যুর পর মহাদেবের চোখের জলেই নাকি ওই মন্দিরের পুকুরটি তৈরি হয়েছিল l

পাঁচমুখী হনুমান মন্দির (করাচি) :

করাচির সেনা বাজারের মধ্যে রয়েছে ওই মন্দির lমন্দিরটি প্রায় ১৫০০ বছরের পুরনো বলে দাবি করা হয় lওই মন্দিরের বিশেষত্ব হল, সেখানে যে হনুমান মূর্তি রয়েছে, সেটি কারও তৈরি নয় lবলা হয়, এমনিতেই মন্দিরের মধ্যে হনুমানের ওই মূর্তিটি গড়ে ওঠে l

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button