HomeGovt Schemesগুসকরা এর মেয়ে উপাসনা, একটু অন্য ভাবে পালন করল তার মায়ের জন্মদিন।

গুসকরা এর মেয়ে উপাসনা, একটু অন্য ভাবে পালন করল তার মায়ের জন্মদিন।

গতকাল উপাসনার মা অর্থাৎ Papia Sarkar এর জন্মদিন ছিল।

গুসকরা এর মেয়ে উপাসনা, একটু অন্য ভাবে পালন করল তার মায়ের জন্মদিন।

উপাসনা ‌মালিক: বয়স 16 , বোলপুর টেকনো স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী, স্থায়ী ঠিকানা গুসকরা। প্রতিদিন গুসকরা থেকে বোলপুর ,বোলপুর থেকে গুসকরা. এভাবেই কেটেছে ছাত্রী জীবন। তবে এই মহামারীর সময় দীর্ঘ দেড় বছর ধরে বাড়িতেই অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে চলছে পড়াশোনা।

উপাসনা প্রতি মাসে হাত খরচ হিসাবে মায়ের কাছ থেকে 200 টাকা করে নিত, দীর্ঘদিন ধরে সে টাকা জমিয়েছে নিজের কাছেই,বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে লকডাউনে, যখন যাতায়াতের প্রয়োজন নেই, নেই কোনো বাড়তি খরচ, তখন একটু একটু করে সঞ্চয় করেছে নিজের পকেট মানি। সেই সঞ্চিত অর্থ খরচ করতে চেয়েছে উপাসনা অন্য রকম ভাবে জীবনের গানে।

গতকাল উপাসনার মা অর্থাৎ Papia Sarkar এর জন্মদিন ছিল। মায়ের জন্মদিনটা অন্যরকম ভাবে সাজিয়ে দিল একমাত্র কন্যা উপাসনা।ওর ইচ্ছা ছিল মায়ের জন্মদিনে শিশুদের পেট খাবার খাওয়ানোর। আর তার সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে পেরে সে আনন্দিত এবং আপ্লুত।

মা এর জন্মদিন উপলক্ষে কংকালী পঞ্চায়েতের অন্তর্গত, শান্তিনিকেতন থানার অধীনস্থ মনেডাঙা আদিবাসী পাড়ায় মনমাঝির কচিকাচাদের নিয়ে পালিত হলো অন্য রকমের উৎসব অর্থাৎ তার মায়ের জন্মদিন ।

উপাসনার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ,উপাসনারা এভাবেই স্বপ্ন দেখুক ,নিজেদের জমানো অর্থ দিয়ে সুন্দর স্বপ্ন আঁকুক এই কামনা রইল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular