Govt Schemes Google Earth -জেনে নিন ৮০ বছর আগে আমাদের প্রিয় শহর কলকাতা কেমন ছিল | পড়ুন বিস্তারিত | By Swastika & Deep - March 19, 2021 FacebookTwitterPinterestWhatsApp WhatsApp Group Join Now Instagram Profile Join Now YouTube Channel Subscribe Google Earth -জেনে নিন ৮০ বছর আগে আমাদের প্রিয় শহর কলকাতা কেমন ছিল | পড়ুন বিস্তারিত |(Google Earth – Find out what our favorite city Kolkata was like 60 years ago Read more) Smart Update24, by Swastika Paul Google Earth টাইম মেশিনের মতো এমনই এক New Feature। আপনার এলাকার ছবি অনেকদিন আগে কেমন ছিল তা দেখতে পারবেন সহজেই। বিভিন্ন ব্রিজ, টাওয়ার, বড় বড় ফ্ল্যাট, ঘিঞ্জি বাড়ি বাদ দিয়ে দেখতে পাবেন আপনার শহরের রূপ। হারিয়ে যাওয়া জলাশয়, নদীর পুরনো গতিপথ, দখল হয়ে যাওয়া মাঠ, গাছপালা- সবই থাকবে অবিকৃত। Group Cards Google News View Now Facebook Page Visit Page এতে লাভ কী ? নগর পুনর্নিমাণ, কৃষিজমির অংশীকরণ, জমির বন্টন, নদীর গতিপথ পরিবর্তন, গাছপালা হ্রাসের হার, জলাজমি হ্রাসের হার ইত্যাদি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের কাজে লাগবে Google Earth-এর New Feature। ফলে পরিবেশবিজ্ঞানী থেকে Architect – সকলেই ব্যবহার করতে পারবেন এই feature। সেই সঙ্গে বিভিন্ন গবেষণা ও সমীক্ষার কাজেও এটি ব্যবহৃত হতে পারে। ঐতিহাসিক দিক থেকেও ভীষণই কৌতূহলের বিষয় | তবে, ভারতীয়দের এই অ্যাপের সুবিধা নিতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু স্থানে এটির ট্রায়াল দিচ্ছে Google। সেখানে সফল হলেই ধীরে ধীরে আন্তর্জাতিক ক্ষেত্রে আসবে এই Feature। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । WhatsApp Group & Google News Flow WhatsApp Group Join Now Google News View Now