চাঁদে যাওয়ার জন্য যে অত্যন্ত শক্তিশালী রকেট বানিয়েছে NASA |উৎক্ষেপণের পর আকাশেই ইঞ্জিনের উপর দিকে আগুনের ঝলক | পড়ুন বিস্তারিত |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

চাঁদে যাওয়ার জন্য যে অত্যন্ত শক্তিশালী রকেট বানিয়েছে NASA |উৎক্ষেপণের পর আকাশেই ইঞ্জিনের উপর দিকে আগুনের ঝলক | পড়ুন বিস্তারিত |(NASA has built a very powerful rocket to go to the moon. After the launch, there is a flash of fire on the engine in the sky. Read more)

Smart Update24, by Swastika Paul


চন্দ্রাভিযানের নাম আর্টেমিস | বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাতের পর উপকূলবর্তী মিসিসিপির উৎক্ষেপণ কেন্দ্র থেকে ফের যাওয়ার রকেট স্পেস লঞ্চ সিস্টেম (SLS)-এর কোর স্টেজের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।


এর আগে SLS-র কোর স্টেজের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়েছিল গত 16th January | কিন্তু 67.7 সেকেন্ড পরেই সেই উৎক্ষেপণ ব্যর্থ হয় NASA ।ওই সময় NASA বলেছিল, ‘‘রকেটের কোর স্টেজের কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বিগড়ে যাওয়ার জন্যই ব্যর্থতা।

Google News View Now

NASA আগেই জানিয়েছিল বৃহস্পতিবারের উৎক্ষেপণ নিয়ে ,উৎক্ষেপণের পর অন্তত 4 minute পর্যন্ত রকেটের কোর স্টেজ ঠিকঠাক ভাবে কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে। গোটা উৎক্ষেপণ পর্বের 8 minute পর্যন্ত video তুলে NASA সেটি You tube -এ Uploadকরেছিল। সেই video -এ দেখা যায় রকেটের কোর স্টেজের ইঞ্জিনের উপরের দিক থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে। NASA জানিয়েছে, ওই আগুনের শিখা দেখা গিয়েছে কারণ ইঞ্জিনের উপরে একটি টেপ ঠিক ভাবে কাজ করেনি । রকেটটিকে অবশ্য নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান । 

WhatsApp Group Join Now
Google News View Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here