HomeGovt SchemesGoogle Doodle: Kadambini Ganguly, India's First Female Doctor, Honored by Google

Google Doodle: Kadambini Ganguly, India’s First Female Doctor, Honored by Google

Google Doodle: আজকের গুগলের লোগো দেখেছেন ! জানুন এর বিশেষত্ব |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Google Doodle: Have seen today’s Google Doodle! Learn its specialty |


Google Doodle:ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক |

Dr. Kadambini Gangopadhyay-র 160তম Birthday তে গুগলের বিশেষ শ্রদ্ধার্ঘ্য। তাঁর নামে Special doodle প্রকাশ করল Google। উল্লেখ্যIndia-র First female physician দের মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনীদেবী।তিনি জন্মগ্রহণ করেন 1861 সালের আজকের দিনে । First Women হিসেবে Kolkata Medical College এ ভর্তি হয়েছিলেন 1884 সালে। 19  শতকে তা ছিল এক অভাবনীয় বিষয় |।

পরবর্তীকালে India তে Female physician দের জন্যে এক নতুন পথ বিছিয়েছিলেন কাদম্বিনীদেবী।

Google News View Now

Who is the first female doctor in India? তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ কাদম্বিনীদেবী এবং Anandi Bai Yoshi , 1886 সালে তাঁদের Medical Degree লাভ করেছিলেন। কাদম্বিনী দেবী Kolkata Medical College থেকে পাশ করেন অপরদিকে Anandi Bai Yoshi পাশ করেছিলেন America-র পেনসিলভেনিয়ায় অবস্থিত Women Medical College থেকে। তবে হটাৎ করেই  তিনি গিয়েছিলেন 1887 সালে আনন্দিভাই মাকা |

Read More: Indian Railway: ‘আমরা প্রস্তুত’, কবে থেকে চলবে লোকাল ট্রেনের চাকা, জানাল ভারতীয় রেল | পড়ুন বিস্তারিত |

কাদম্বিনীদেবীকে Google-র এই Respect বহু বছর পর । উল্লেখ্য, Rukhambaiye-র 8 Years আগে কাদম্বিনীদেবী নিজের B.A Degree পেয়েছিলেন। এরপর Asia’s first female doctor হিসেবে কাজ শুরু করেন। 3 Years পর তিনি First Women হিসেবে Indian National Congress-র ডায়াসে জায়গা করে নিয়েছিলেন।

1892 সালে কাদম্বিনীদেবী যুক্তরাজ্যে যান চিকিত্সাসাস্ত্রে আরও পারদর্শী হয়ে ওঠার জন্য। সেখানে তিনি Dublin, Glasgow, Edinburgh তে প্রশিক্ষণ নেন। ফিরে এসে তিনি Kolkata-র Lady Dufferin Hospital এ Gynecologist হিসেবে নিজের কাজ শুরু করেন। 1923 সালের 3rd October নিজের মৃত্যুর আগে পর্যন্ত জনসেবা করেন তিনি ।

Read More: UGC: কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল UGC | জানুন বিস্তারিত |

তিনি ভারতে নারীদের Independent হতে শিখিয়েছিলেন। তিনি নিজে Rules ভেঙেছিলেন এবং ভাঙতে শিখিয়েছিলেন। তিনি Brahmo Samaj-র নেতা Dwarkanath Gangopadhyay-র 2nd Wife ছিলেন। কাদম্বিনীদেবীর এই Doodle টি তৈরি করেছে Bengaluru তে বসবাসকারী Bengali artist Adrija। তিনি গর্বিত এই কাজের জন্য |

 

WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular