HomeGovt SchemesGoogle Doodle: Kadambini Ganguly, India's First Female Doctor, Honored by Google

Google Doodle: Kadambini Ganguly, India’s First Female Doctor, Honored by Google

Google Doodle: আজকের গুগলের লোগো দেখেছেন ! জানুন এর বিশেষত্ব |

WhatsApp Group Join Now
Instagram Profile Join Now
YouTube Channel Subscribe

Google Doodle: Have seen today’s Google Doodle! Learn its specialty |


Google Doodle:ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায় এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক |

Dr. Kadambini Gangopadhyay-র 160তম Birthday তে গুগলের বিশেষ শ্রদ্ধার্ঘ্য। তাঁর নামে Special doodle প্রকাশ করল Google। উল্লেখ্যIndia-র First female physician দের মধ্যে অন্যতম ছিলেন কাদম্বিনীদেবী।তিনি জন্মগ্রহণ করেন 1861 সালের আজকের দিনে । First Women হিসেবে Kolkata Medical College এ ভর্তি হয়েছিলেন 1884 সালে। 19  শতকে তা ছিল এক অভাবনীয় বিষয় |।

পরবর্তীকালে India তে Female physician দের জন্যে এক নতুন পথ বিছিয়েছিলেন কাদম্বিনীদেবী।

hu 1 1

Group Cards
Google News View Now

Who is the first female doctor in India? তা নিয়ে বিতর্ক রয়েছে। কারণ কাদম্বিনীদেবী এবং Anandi Bai Yoshi , 1886 সালে তাঁদের Medical Degree লাভ করেছিলেন। কাদম্বিনী দেবী Kolkata Medical College থেকে পাশ করেন অপরদিকে Anandi Bai Yoshi পাশ করেছিলেন America-র পেনসিলভেনিয়ায় অবস্থিত Women Medical College থেকে। তবে হটাৎ করেই  তিনি গিয়েছিলেন 1887 সালে আনন্দিভাই মাকা |

Read More: Indian Railway: ‘আমরা প্রস্তুত’, কবে থেকে চলবে লোকাল ট্রেনের চাকা, জানাল ভারতীয় রেল | পড়ুন বিস্তারিত |

কাদম্বিনীদেবীকে Google-র এই Respect বহু বছর পর । উল্লেখ্য, Rukhambaiye-র 8 Years আগে কাদম্বিনীদেবী নিজের B.A Degree পেয়েছিলেন। এরপর Asia’s first female doctor হিসেবে কাজ শুরু করেন। 3 Years পর তিনি First Women হিসেবে Indian National Congress-র ডায়াসে জায়গা করে নিয়েছিলেন।

1892 সালে কাদম্বিনীদেবী যুক্তরাজ্যে যান চিকিত্সাসাস্ত্রে আরও পারদর্শী হয়ে ওঠার জন্য। সেখানে তিনি Dublin, Glasgow, Edinburgh তে প্রশিক্ষণ নেন। ফিরে এসে তিনি Kolkata-র Lady Dufferin Hospital এ Gynecologist হিসেবে নিজের কাজ শুরু করেন। 1923 সালের 3rd October নিজের মৃত্যুর আগে পর্যন্ত জনসেবা করেন তিনি ।

Read More: UGC: কবে ভর্তি, কবে ক্লাস শুরু, দেশের সব কলেজকে নির্দেশ পাঠাল UGC | জানুন বিস্তারিত |

তিনি ভারতে নারীদের Independent হতে শিখিয়েছিলেন। তিনি নিজে Rules ভেঙেছিলেন এবং ভাঙতে শিখিয়েছিলেন। তিনি Brahmo Samaj-র নেতা Dwarkanath Gangopadhyay-র 2nd Wife ছিলেন। কাদম্বিনীদেবীর এই Doodle টি তৈরি করেছে Bengaluru তে বসবাসকারী Bengali artist Adrija। তিনি গর্বিত এই কাজের জন্য |

 

WhatsApp Group & Google News Flow
WhatsApp Group Join Now
Google News View Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular