HomeGovt SchemesCovaxin vaccine: How much does your immunity increase with the Covid-19 vaccine?...

Covaxin vaccine: How much does your immunity increase with the Covid-19 vaccine? Click to find out

Covaxin vaccine: ভ্যাকসিন নিলে কতটা বাড়ছে আপনার প্রতিরোধ ক্ষমতা ? জানতে ক্লিক করুন |

Which is the best COVID-19 vaccine?


Covaxin vaccine: আপনার প্রতিরোধ ক্ষমতা কতটা রয়েছে জানতে প্রয়োজন Biomarkers test। Vaccine-র Efficiency বোঝার জন্য Biomarkers-এর গুরুত্ব অপরিসীম। এর দ্বারা বোঝা যায়, Covid সংক্রমণ রোধ করার ক্ষেত্রে immunity power আপনার মধ্যে কতটা রয়েছে। এই Test-র ফলে বোঝা যায় আপনার কতটা immunity power প্রয়োজন।

এর থেকে বোঝা যাবে কিছু ব্যক্তিকে booster shots দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা | Vaccinatin-র পর শরীরে বিশেষ কিছু antibody তৈরি হয়। বায়োমার্কারস হল সেরকমই কিছু Prevalent antibodies। Virus-র ক্ষমতা নিরপেক্ষ করে এই Antibody গুলি পরিষ্কার ভাবে পথ দেখায় Immunity power বোঝার ক্ষেত্রে।

Read More: FASTag: এই প্রথম ভারতে FASTag ভিত্তিক পার্কিংয়ের সুবিধা |


এর ফলে Researchers-রা দ্রুত নির্ধারণ করতে পারবেন যে আক্রান্তদের ক্ষেত্রে Vaccine কতটা কার্যকর হচ্ছে। Old Vaccine গুলির তুলনায় efficiency কতটা | মহামারীর সময়ে দেখা গিয়েছে, ভ্যাকসিনের large scale efficiency trial অনেকটাই timeনষ্ট করে দেয়। Co-Vaxine-র জরুরী ভিত্তিতে অনুমোদনের জন্য 3rd wave-র Trial-র সময় লেগেছিল 6 month-র ও বেশি।

SARS-COV-2 spike protein-র সঙ্গে যুক্ত Neutralizer antibodies বিশেষত Receptor-binding domain-র সঙ্গে যুক্ত অংশ গুলি immunity power-র সঙ্গে সম্পর্কিত।

গবেষণা থেকে জানা গিয়েছে, Antibody concentration-র First range vaccine নেওয়ার ক্ষেত্রে অনেকটাই immunity power বাড়িয়ে দেবে।

Antibody-র immunity power আগে থেকেই বেড়ে যাওয়ায় vaccine আরও কার্যকর হবে। ভ্যাকসিনের 2টি ডোজ antibody-র প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়।

Recent research বলছে, একই তৃতীয় ডোজ অ্যান্টিবডি লেবেলের আগের পরিমাণকে অনেকটাই বাড়িয়ে দেবে। যদিও এখনও পর্যন্ত তৃতীয় ডোজের Approval মেলেনি (একমাত্র বিরল টিউমার জনিত দুর্বল প্রতিরোধ ক্ষমতা ছাড়া)।

Antibody Level-র immunity power-র সঙ্গে Immune protection নিয়ে তিন রকমের ধারণা রয়েছে। তার মধ্যে Tricus and Colleges-র একটি প্রতিবেদন 17th May প্রকাশিত হয়েছে Nature Medicine এ।

যেখানে একটি Mathematical correlation দেখানো হয়েছে, অ্যান্টিবডি প্রতিরোধের পরিমাণ ও ভ্যাকসিন কার্যকারিতার মধ্যে। Modern, Pfizer and NovaVax -এর ক্ষেত্রে Stronger antibody response and greater protection দেখা গিয়েছে। AstraZeneca and Johnson & Johnson-র ক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক Opposite। গবেষকরা মনে করছেন, Co-vaccine-র antibody immunity power প্রায় 80%।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular