Is India planning to spy on Chinese submarines from the Andaman, with a little help from Japan
Andaman: India & China-র সংঘাত মারাত্মক । চীনকে আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তাই এবারচীনের বিরুদ্ধে আরও শক্তি বাড়াতে Japan and Australia-র সাথে যোগ বাড়াল India।
Andaman: Sound surveillance sensor chain:
Japan Naval Secret Information India, England and Australia-র সাথে Share করতে রাজি হয়েছে। এর থেকেও বড় ব্যাপার হল এই যে India in America and Japan-র মধ্যে Under Water একটা Great Wall তৈরি হচ্ছে চীনের বিরুদ্ধে। যা America & Japan-র Secret SOSUS (Sound surveillance sensor chain) প্রজেক্টে India এবার নিজেকে যুক্ত করছে।
এই SOSUS আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে স্পর্শ করবে। অর্থাৎ Andaman Sea থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে গভীর দক্ষিণ China sea পর্যন্ত এই Network Connect থাকবে | যা Chinese submarines গুলির গতিবিধি প্রতি মুহূর্তে নজরে রাখবে।
Read More: ‘Utsashree ‘ Online Portal: শিক্ষকদের জন্য নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার ‘উত্সশ্রী’ |
এবং সেই news, India, Japan, America, Australia and England-র সাথে শেয়ার করতে পারবে। ভারত থেকে শুরু করে Japan and Taiwan থেকে শুরু করে ফিলিপিন্স হয়ে ইন্দোনেশিয়া পর্যন্ত Chinese Submarines এর বিরুদ্ধে Anti Submarine Warfare (ASW) আরও সহজ হয়ে গেল।
India, বেশ কয়েক বছর আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
What is Sosus Project?
Sosus System আসলে একটি Gold System। 1951 সালে আমেরিকার নৌবাহিনী Sosus Service আনে। যা মূলত আনা হয়েছিল Soviet Union-র সাবমেরিন গুলির উপর নজর রাখার জন্য। এই System কে “Fish Hook” ও বলা হয় | অর্থাত Chinese submarine গুলি পুরো মাছের মত গেথে নেবে।
প্রথমে এই Sosus গুলিতে Hydrophone ব্যবহার করা হত।কিন্তু বর্তমানে sosus Technology আরো উন্নত। Hydrophone-র সাথে Magnetic incompatibility ও দেখা হয় । পুরো সিস্টেম এর সাথে ASW System Connected থাকে।
Read More: CBSE Class 12 results: Twelfth grade results will be released a little later, the CBSE said
এই System এর সাথে ভারতীয় নৌবাহিনীর P8I এবং Upcoming MH-60R Helicopter গুলি যুক্ত থাকবে। এবং পুরো ব্যবস্থাটি অত্যন্ত Secret যা কন্ট্রোল করে Japan and American Navy। এবার এই Japan and America-র সাথে যুক্ত হতে চলেছে India।